শিবম শর্মা কার্যত, ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে রেলওয়েকে ধ্বংস করে দেন।
রেলওয়ের বিরুদ্ধে একটি ইনিংসে এবং ১৯ রানে জয় পেয়েছে বিরাট কোহলির দিল্লী। এই ম্যাচে কোহলি মাত্র ৬ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। প্রথমে ব্যাট করে রেলওয়ের ইনিংস মাত্র ২৪১ রানেই শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে দিল্লী তোলে ৩৭৪ রান। তাদের হয়ে সর্বাধিক ৯৯ রান করেন অধিনায়ক আয়ুষ বাদোনি। এই ম্যাচে মোট ১৩৩ রানের লিড পায় দিল্লী। এরপর দ্বিতীয় ইনিংসে রেলওয়ে মাত্র ১১৪ রানেই অলআউট হয়ে যায়।
এই ম্যাচে শিবম শর্মা পাঁচ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে রেলওয়েকে পুরোপুরি ধ্বংস করে দেন। যদিও ৩০ রান করে অপরাজিত ছিলেন আয়ান চৌধুরী। উপেন্দ্র যাদব (১৯), করণ শর্মা (১৬) এবং বিবেক সিং (১২) দুই অঙ্কের রান করেন। উল্লেখ্য, প্রথম ইনিংসে উপেন্দ্র যাদবের (৯৫) রানের সুবাদে রেলওয়ে ২০০ রানের গন্ডি পেরোতে সক্ষম হয়। অন্যদিকে, করণ শর্মা ৫০ রান করেন।
তবে একেবারেই আশানুরূপ ইনিংস খেলতে পারেননি বিরাট। বাউন্ডারি দিয়ে শুরু করলেও সেই ইনিংস বেশিক্ষণ একেবারেই স্থায়ী হয়নি। ১৫টি বল খেলে কোহলিকে হিমাংশু সাংওয়ান ক্লিন বোল্ড করে দেন অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির অফ স্ট্যাম্পই কার্যত উড়ে যায়।
ওদিকে বাদোনির পাশাপাশি সুমিত মাতুর (৮৬) দুর্দান্ত পারফরম্যান্স করেন। প্রণব (৩৯), সনৎ সাংওয়ান (৩০) বেশ ভালো খেলেন। এক ইনিংসে জয় পেলেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি দিল্লী। ৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়েছে দল। দুটি করে জয় এবং পরাজয়, সঙ্গে চারটি ড্র রয়েছে তাদের ঝুলিতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
