উইমেনস প্রিমিয়ার লিগের প্লে-অফে ইউপি ওয়ারিয়র্স, ফাইনালে যাবে দল, আত্মবিশ্বাসী সোফি একক্লেস্টন

গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে উইমেনস প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল ইউপি ওয়ারিয়র্স। জয়ের অন্যতম নায়ক সোফি একক্লেস্টন। শেষ দিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করে ইউপি-কে জয় এনে দেন একক্লেস্টন

Share this Video

গুজরাট জায়ান্টসকে ৩ উইকেটে হারিয়ে উইমেনস প্রিমিয়ার লিগের প্লে-অফে পৌঁছে গেল ইউপি ওয়ারিয়র্স। জয়ের অন্যতম নায়ক সোফি একক্লেস্টন। শেষ দিকে ঠান্ডা মাথায় ব্যাটিং করে ইউপি-কে জয় এনে দেন একক্লেস্টন। তিনি ১৩ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। গুজরাটের অধিনায়ক স্নেহ রানার বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন একক্লেস্টন। দলকে জেতানোর পর তিনি সতীর্থদের কৃতিত্ব দিচ্ছেন। বিশেষ করে তাহিলা ম্যাকগ্র্যাথ ও গ্রেস হ্যারিসের প্রশংসা করেছেন একক্লেস্টন। ইংল্যান্ডের এই অলরাউন্ডার উইমেনস প্রিমিয়ার লিগের ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

Related Video