সংক্ষিপ্ত

এবারের আইপিএল-এ নিজেকে নতুন করে মেলে ধরেছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। এরপর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো পারফরম্যান্স দেখানোই রাহানের লক্ষ্য।

আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখানোর সুবাদে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য অজিঙ্কা রাহানের। ভারতীয় দলকে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতাতে চান এই অভিজ্ঞ ব্যাটার। বিসিসিআই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে রাহানে বলেছেন, '১৮-১৯ মাস পর জাতীয় দলে ফিরে আমি সত্যিই খুশি। এবার জাতীয় দলে সুযোগ পাওয়া আমার কাছে বিশেষ একটি ঘটনা। আমি শুধু ব্যাটিংয়ের ফর্ম ধরে রাখতে চাই। টি-২০ হোক বা টেস্ট, ফর্ম্যাট নিয়ে খুব বেশি ভাবতে চাই না। আমি এখন যেভাবে ব্যাটিং করে যাচ্ছি, সেভাবেই খেলে যেতে চাই। আমি যত সহজভাবে ব্যাটিং করব ততই আমার পক্ষে ভালো হবে। আমি যখন জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম, সেই মুহূর্তটি আমার কাছে দুঃখের ছিল। আমার পরিবারের সবাই পাশে ছিল। সেই সময় পরিবারের সবাইকে পাশে পাওয়া আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।'

রাহানে আরও বলেছেন, ‘দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার গুরুত্ব আমার কাছে অন্যরকম। আমি ফিটনেসের উপর জোর দিয়েছি। ফিটনেস বাড়ানোর জন্য অনেক পরিশ্রম করেছি। আমার ব্যাটিং, গেম প্ল্যান উন্নত করার জন্যও পরিশ্রম করেছি। জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেট খেলেছি। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমি যখন আবার জাতীয় দলে ডাক পেলাম, তখন আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমার পরিবারের জন্যও সেই মুহূর্তটি আবেগের ছিল।’

গত মরসুমে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের হয়ে ১১ ইনিংসে ৬৩৪ রান করেন রাহানে। এর মধ্যে ২টি শতরান ছিল। এই তারকার ব্যাটিংয়ের গড় ছিল ৫৭.৬৩। এরপর আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে অসাধারণ ফর্ম দেখান এই ব্যাটার। তিনি সাধারণ ব্যাকরণ মেনেই ব্যাটিং করেন। কিন্তু এবারের আইপিএল-এ টি-২০ ফর্ম্যাটের উপযোগী ব্যাটিং করেছেন রাহানে। তিনি ৩২৬ রান করেন। স্ট্রাইক রেট ছিল ১৭২.৪৯। কে এল রাহুল ও শ্রেয়াস আইয়ার চোট পেয়ে ছিটকে যাওয়াতেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন রাহানে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা পাকা করাই এই অভিজ্ঞ ব্যাটারের লক্ষ্য। সেই লক্ষ্যেই তিনি ওভালে খেলতে নামছেন। ভারতীয় দলের মিডল অর্ডারকে ভরসা দিতে চান রাহানে।

আরও পড়ুন-

Odisha Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ বিরাট কোহলির

ডাকনাম 'স্কাই' হল কী করে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে জানালেন সূর্যকুমার

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস