টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই (Mumbai Indians) নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে। হরমনপ্রীত কাউর (Harmanpreet Kaur) ৫৪ রান করেন।

WPL 2025: উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জয়। গুজরাত জায়ান্টসকে (Gujarat Giants) ৯ রানে হারিয়ে দিয়েছে মুম্বই। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সোমবার, টস হেরে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৭৯ রান তোলে (WPL 2025 News)। ৫৪ রান করে হরমনপ্রীত কৌর সর্বোচ্চ স্কোর করেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাত ১৭০ রানে অলআউট হয়ে যায়। ২৫ বলে ৬১ রান করে টপ স্কোরার ছিলেন ভার্তি ফুলমানি। মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন অ্যামেলিয়া কের এবং হেইলি ম্যাথিউজ (WPL 2025 Live Update)। 

একটা সময় ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল মুম্বই। বেথ মুনি (৭), কাশ্বি গৌতম (১০), হরলিন দেওল (২৪), অ্যাশলি গার্ডনার (০), ফোবে লিচফিল্ড (২২), ডিয়েন্দ্র ডটিন (১০) কেউই বড় রান করতে পারেননি। কিন্তু সেখান থেকেই এরপর ভার্টির ঝোড়ো ইনিংস শুরু হয়। তিনি ক্রিজে থাকার সময় গুজরাতের জয়ের আশা ছিল। কিন্তু ১৭ তম ওভারে অ্যামেলিয়া তাঁকে ফিরিয়ে দেন। সিমরান শেখ (১৮), তনুজা কানওয়ার (১০), প্রিয়া মিশ্র (১) ইনিংস ব্যবধান কমানোর চেষ্টা করেন। তবে তাতে কোনও কাজই হয়নি। মেঘনা সিং (১) শেষপর্যন্ত অপরাজিত ছিলেন।

এর আগে হরমনপ্রীতের পাশাপাশি হেইলি ম্যাথিউস (২৭), নাতালি স্কিভার (৩৮), অমনজোৎ কৌর (২৭)-এর গুরুত্বপূর্ণ ইনিংস মুম্বইকে ভালো স্কোর করতে সাহায্য করে। তবে এই ম্যাচে হারলেও প্রথম তিনে রয়েছে গুজরাত। আটটি ম্যাচ খেলে তাদের পয়েন্ট আপাতত ৮। আপাতত আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দিল্লী ক্যাপিটালস মহিলা দল প্রথম স্থানে রয়েছে। 

এদিকে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে মুম্বই আছে তৃতীয় স্থানে। তবে মুম্বইয়ের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচে বেঙ্গালুরুকে হারাতে পারলেই মুম্বইয়ের প্রথম স্থান কার্যত নিশ্চিত। কারণ, প্রথম স্থানে থাকা দল সরাসরি ফাইনালে উঠে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল এলিমিনেটর খেলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।