সংক্ষিপ্ত
সোফি ডিভাইন, সোফি মেলিনক্স, কেট ক্রসের পর আশা শোভনার ইনজুরি আরসিবির জন্য বড় ধাক্কা।
WPL 2025: শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ, মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স। এদিনের উদ্বোধনী ম্যাচটি বেশ জমজমাট হতে চলেছে। গুজরাত জায়ান্টস মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে। অন্যদিকে, আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। মোট ২২টি ম্যাচ খেলা হবে। এদিকে শিরোপা ধরে রাখার লড়াইতে নামবে আরসিবি সহ পাঁচটি দল। মুম্বই এবং বেঙ্গালুরুর পাশাপাশি এবার লখনউয়েও ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় না থাকায় হালকা চাপে আছে আরসিবি।
সোফি ডিভাইন, সোফি মেলিনক্স, কেট ক্রসের ইনজুরির পর আশা শোভনার ইনজুরি আরসিবির জন্য বড় ধাক্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে হাঁটুতে চোট পাওয়া আশা এই আসরের সব ম্যাচই মিস করবেন বলে জানা গেছে। গত মরশুমে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন আশা। বেঙ্গালুরুর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।
তবে আশার বদলি নুসরাত পারভীনকে দলে নিয়েছে আরসিবি। উইকেট শিকারী শ্রেয়াঙ্কা পাটিলও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। স্মৃতি মান্ধানা, এলিস পেরি, ঋচা ঘোষ, ড্যানিয়েল ওয়াট, রেনুকা সিংয়ের উপর ভরসা রাখছে আরসিবি। অ্যাশলে গার্ডনারের নেতৃত্বে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে নামছে গুজরাত জায়ান্টস।
ফোবে, লিচফিল্ড, লরা উইলওয়ার্ট, বেথ মুনি, হারলিন ডিওল, ডিলান হেমলতা, প্রিয়া মিশ্র প্রমুখরা হলেন গুজরাতের তারকা। এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।