WTC 2025-27: সব দলেরই লক্ষ্য হল আগামী ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবার সেইমতো লড়াইও শুরু হয়ে গেছে।
WTC 2025-27: ভারত লড়াই করে টেস্ট বাঁচিয়েছে এবং তারপর পয়েন্টও বেড়েছে। সব দলেরই লক্ষ্য হল আগামী ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এবার সেইমতো লড়াইও শুরু হয়ে গেছে।
ম্যাঞ্চেস্টার টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে রীতিমতো লড়াই করে ম্যাচ ড্র করেছে ভারতীয় ক্রিকেট দল। ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বেড়েছে শুভমানদের। চলতি সিরিজে চারটি টেস্টের মধ্যে একটায় জয় পেয়েছে ভারত এবং হেরেছে দুটো ম্যাচে। তার মধ্যে একটি টেস্ট ড্র হয়েছে। তাই ভারতের পয়েন্ট এই মুহূর্তে ১৬। অর্থাৎ, ৩৩.৩৩% পয়েন্ট পেয়েছেন শুভমান গিলরা। এদিকে এই পয়েন্টের শতাংশের উপরই নির্ভর করে থাকে যে, কোন দুটি দল ফাইনালে খেলতে নামবে।
পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে ভারত
অপরদিকে, পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ়কে তাদের দেশে তিনটি টেস্টেই হারিয়ে দিয়েছে অজিরা। তাই তাদের পয়েন্ট আপাতত ৩৬। শতাংশের বিচারে ১০০। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। কারণ, তারা দুটি টেস্টের মধ্যে একটিতে জিতেছে এবং অপরটি ড্র হয়েছে। অতএব, তাদের পয়েন্ট ১৬। শ্রীলঙ্কার পয়েন্ট ৬৬.৬৭%।
অন্যদিকে, ভারতকে দুটি টেস্টে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার থেকে তারা বেশি সংখ্যাতে টেস্ট জিতলেও, পয়েন্ট তালিকার নিরিখে তিন নম্বরে রয়েছে তারা। কারণ, ইংল্যান্ড একটা টেস্টে হেরেছে ভারতের কাছে। তবে দুটি টেস্টে জয় এবং একটিতে ড্রয়ের পর, তাদের পয়েন্ট হওয়া উচিত ছিল ২৮। কিন্তু লর্ডসের পিচে স্লো-ওভার বোলিং-এর জন্য ইংল্যান্ডের ২ পয়েন্ট কাটা গেছে। তাই তাদের পয়েন্ট হল এখন ২৬ এবং শতাংশের বিচারে ৫৪.১৬।
পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে বাংলাদেশ
দুটি টেস্ট খেলে তারা একটিতে ড্র করেছে এবং একটায় হেরেছে। অর্থাৎ, তাদের ঝুলিতে ৪ পয়েন্ট অর্থাৎ, ১৬.৬৭ %। তিনটি টেস্টই হেরে যাওয়ায়, ওয়েস্ট ইন্ডিজ়ের পয়েন্ট এবং পয়েন্টের শতাংশ সবই শূন্য। এদিকে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, নিউ জ়িল্যান্ড এবং পাকিস্তান, এখনও কোনও সিরিজ খেলেনি। ফলে, তারা কোনও পয়েন্টই পায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
