সংক্ষিপ্ত
তিরন্দাজির ব্যক্তিগত রাউন্ডে কোয়ার্টার ফাইনালে হার দীপিকা কুমারির। কোরিয়ার আন সানের কাছে হেরে বিদায় টোকিও অলিম্পিক থেকে। ০-৬ ব্যবধানে হার দীপিকার।
তিরন্দাজির ব্যক্তিগত রাউন্ডে পরপর দুটি রাউন্ডে জিতে কোয়ার্টার ফাইনালে পৌছেছিলেন দীপিকা কুমারি। পদক জয়ের আশা দেখতে শুরু করেছিল গোটা দেশ। দীপিকার অনবদ্য পারফরমেন্স সেই আশাকে আরও জোরদার করেছিল। কিন্ত কোয়ার্টার ফাইনালে স্বপ্নভঙ্গ হল দীপিকা সহ দেশবাসীর। ইতিমধ্যেই টোকিও ২০২০ অলিম্পিক্সে দলগত বিভাগে জোড়া সোনার মেডেল পাওয়া কোরিয়ার আন সানের কাছে হেরে বিদায় নিতে হল ভারতীয় তিরন্দাজকে।
কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আনসানের বিরুদ্ধে তেমন লড়াই দিতে পারলেন না দীপিকা কুমারি। তিন সেটেই শেষ হয়ে গেল খেলা। বড় ম্যাচের চাপের জেরেই এই ব্যর্থতা কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। এমনকি আন সান ভুল করলেও সেই সুযোগ নিতে পারেননি দীপিকা। প্রথম সেটে ২৭-৩০ ব্যবধানে হার মানেন দীপিকা। দ্বিতীয় সেটে তিনি পরাজিত হন ২৪-২৬ ব্যবধানে। দীপিকা তৃতীয় সেটও ২৪-২৬ ব্যবধানে হারেন দীপিকা। যার ফলে ০-৬ সেট পয়েন্টে ম্যাচ জিতে যান আন সান।
আরও পড়ুনঃ'দ্য উবর কুল ফক্স-হক কাট',আলিম হাকিমের নতুন লুকে ঝড় তুললেন ধোনি
আরও পড়ুনঃবক্সিংয়ে সেমি ফাইনালে লভলিনা, নিশ্চিৎ করলেন ব্রোঞ্জ পদক জয়
আরও পড়ুনঃবক্সিং কোয়ার্টার ফাইনালে সতীশ কুমার, আর একটি বাউট জিতেলেই পদক নিশ্চিৎ
এর আগে দল গত ইভেন্ট ও মিক্সড ইভেন্টে ব্যর্থ হয়েছিলেন দীপিকা কুমারি। কিন্তু ব্যক্তিগত রাউন্ডে বিশ্বের এক নম্বর তিরন্দাজের কাছে পদক আশা করেছিল সকলেই। কিন্তু শেষ আটের লড়াইয়ে হেরে খালি হাতেই অলিম্পিক থেকে ফিরতে হচ্ছে দীপিকা কুমারীকে।