AFC Women's Asian Cup: জয়জয়কার ভারতের মেয়েদের। দুরন্ত ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপে পৌঁছে গেল ভারতীয় মহিলা ফুটবল দল।
AFC Women's Asian Cup: স্বপ্ন দেখতে হয় এবং তা সত্যি করে দেখাতে হয়। সেটাই করে দেখালেন ভারতের মেয়েরা। সেইসঙ্গে, জোড়া গোল করে ম্যাচের নায়িকা বাংলার সঙ্গীতা বাসফোরে।
থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারতীয় মহিলা ফুটবল দল। কার্যত, বাজিমাৎ করলেন ব্লু-টাইগ্রেসরা। প্রসঙ্গত, তিনটি ম্যাচে ২২ গোল দিয়ে থাইল্যান্ড ম্যাচে খেলতে নামে ভারত। আর এই ম্যাচেও রীতিমতো আগুন ঝরালেন মনীষা কল্যাণ, সন্ধ্যা রঙ্গনাথন, আশালতা দেবী এবং সঙ্গীতা বাসফোরএরা।
সবথেকে বড় বিষয় হল যে, র্যাঙ্কিংয়ের দিক দিয়ে দেখতে গেলে থাইল্যান্ডের মহিলা দল ভারতের থেকে অনেক এগিয়ে। কারণ, থাইল্যান্ড মহিলা ফুটবল দলের বর্তমান ফিফা র্যাঙ্কিং হল ৪৬ এবং ভারতের ৭০। সুতরাং, ভারতের কাছে এই ম্যাচ অত্যন্ত কঠিন ছিল।
তা যেন আরও একবার বোঝা গেল শনিবারের সন্ধ্যায়
শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। একদিক দিয়ে থাইল্যান্ড আক্রমণ তুলে আনতে শুরু করে এবং পাল্টা গতি বাড়িয়ে অ্যাটাকে উঠে আসে মেপে ভারতের মেয়েরা। ধীরে ধীরে তারা ম্যাচে ফিরতে শুরু করে। তারই মধ্যে থাইল্যান্ডের একটি শট আবার পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু খেলার ২৪ মিনিটে, সহজ সুযোগ নষ্ট করে ভারতও। ম্যাচের ২৯ মিনিটে, দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন বাংলার মেয়ে সঙ্গীতা বাসফোর।
খেলার ৩২ মিনিটে, ফের সুযোগ চলে আসে ভারতের সামনে। পাশাপাশি ম্যাচের ৩৫ মিনিটে, থাইল্যান্ডের জোরালো শট সেভ করেন ভারতীয় গোলকিপার। খেলার ৩৮ মিনিটে, প্রায় গোল করে ফেলেছিল ভারত। কিন্তু হয়নি! ম্যাচের ৪৫ মিনিটে, ফের সুযোগ হারায় থাইল্যান্ড। শেষপর্যন্ত, ১-০ ফলাফল নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে গোল খেয়ে যায় ভারত
তারপর অবশ্য একাধিক আক্রমণ শানাতে থাকেন তারা। খেলার ৫৫ মিনিটে, কার্যত জোড়া গোলের সুযোগ নষ্ট করে তারা। তার মধ্যে একটি শট আবার পোস্টে লেগে প্রতিহত হয়। তবে সেই ঝটকা সামলে ম্যাচে ফিরে আসে ভারতও। খেলার ৬৩ মিনিটে, সুযোগ আসলেও গোল হয়নি।
ম্যাচের ৬৭ মিনিটে, ভালো জায়গা থেকে ফ্রিকিক পায় ভারত। কিন্তু গোল করতে পারেনি ব্লু-টাইগ্রেসরা। তবে ম্যাচের ৭৩ মিনিটে, কর্নার থেকে আসা বলে বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে মাথা ছুঁইয়ে গোল করে ভারতকে এগিয়ে দেন সেই সঙ্গীতা।
শেষপর্যন্ত, ২-১ গোলে জিতে এএফসি এশিয়ান কাপে চলে গেল ভারতের মেয়েরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।