AIFF ISL News: আইএসএল কি হবে? বিরাট প্রশ্নের মুখে ফেডারেশন। এই অনিশ্চয়তার জেরে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়ান এফসি তাদের অপারেশনসই সাময়িক বন্ধ করে দিয়েছে।
AIFF ISL News:সমাধানের রাস্তা কোন পথে? উত্তর খুঁজছেন সবাই। আইএসএল কি হবে? বিরাট প্রশ্নের মুখে ফেডারেশন। এই অনিশ্চয়তার জেরে ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি এবং চেন্নাইয়ান এফসি তাদের অপারেশনসই সাময়িক বন্ধ করে দিয়েছে (aiff isl clubs fsdl meeting)।
আগামী মরশুমে আইএসএল হবে বলেই জানালেন ফেডারেশন সভাপতি। বৃহস্পতিবার, ফুটবল ক্লাবগুলির সঙ্গে একটি বৈঠক ছিল। তারপর এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে (aiff isl extension relegation discussion)।
কিন্তু কীভাবে?
সেই প্রতিযোগিতা আয়োজন কোন পথে এবং কীভাবে হবে, তা নিয়ে সঠিক কোনও উপায় বাতলাতে পারেননি তিনি। এটুকুই বললেন, এবার মরশুমের শুরুতেই হবে সুপার কাপ। অর্থাৎ, আইএসএল-এর আগেই অনুষ্ঠিত হবে সেই প্রতিযোগিতা।
তার মানে, আইএসএল সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে না। কারণ, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে সুপার কাপ। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই, আইএসএল শুরু হতে পারে নভেম্বর-ডিসেম্বর নাগাদ।
এদিন আইএসএল-এর সমস্ত ক্লাবগুলিকে নিয়ে একটি বৈঠক বসে এআইএফএফ। সেই বৈঠকের পর কল্যাণ চৌবে জানান, “আইএসএল-এর ক্লাবগুলি যাতে যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায়, তাই সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকেই সুপার কাপ আয়োজন করা হবে। দেশের ফুটবলের স্বার্থে ফেডারেশন এবং আইএসএল-এর ১৩টি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আবার ৭-১০ দিনের মধ্যে বৈঠকে বসা হবে।”
তিনি আরও যোগ করেন, “আমরা আশা করছি, এবার আইএসএল হবে। তবে একটু দেরিতে শুরু হতে পারে এই টুর্নামেন্ট এবং বেশ কয়েকটা জিনিসে পরিবর্তন আসতে পারে। ফরম্যাট বা অন্য কিছু বদল করা হতে পারে। তবে সেটা পরে ঠিক করা হবে। এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
তবে তাঁর কথায় একটি বিষয় পরিষ্কার যে, আগামী মরশুমে আইএসএল হবেই। এই বিষয়টি স্পষ্ট করেছেন ফেডারেশন সভাপতি নিজেই। বৃহস্পতিবার, দেশের ফুটবল ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর, এমনটাই জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


