Odisha FC: ওড়িশা কর্তৃপক্ষ শুক্রবার, লিখিতভাবে দলের প্রত্যেক ফুটবলার এবং কোচদের চুক্তি বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে।
Odisha FC: আইএসএল রীতিমতো অনিশ্চিত! কোন পথে সমাধান? এইসব জল্পনার মাঝেই এবার চলে এল আরও বড় খবর। রীতিমতো কঠোর পদক্ষেপ নিল ওড়িশা এফসি (Odisha FC)। মঙ্গলবার থেকে দলের সমস্ত ফুটবলার এবং কোচিং স্টাফদের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে তারা। ওওড়িশা কর্তৃপক্ষ শুক্রবার, লিখিতভাবে দলের প্রত্যেক ফুটবলার এবং কোচদের চুক্তি বাতিলের বিষয়টি জানিয়ে দিয়েছে (Odisha FC contract termination)।
চলতি মাসের ৫ তারিখ থেকে চুক্তি বাতিল করে দেওয়া হবে
আক্ষরিক অর্থে আইএসএল-এর অনিশ্চয়তার কারণে, বড় স্পনসররা দলের সঙ্গে স্পনসরশিপ চুক্তি নবীকরণ করতে রাজি হয়নি। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে, কিছুটা বাধ্য হয়েও ফুটবলারদের সঙ্গে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছে ওড়িশা এফসি। প্রসঙ্গত, গত আইএসএলে তারা একটুর জন্য প্লে-অফে খেলার সুযোগ হাতছাড়া করে। লিগে টেবিলে ওড়িশা এফসি শেষ করে সপ্তম স্থানে।
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে সম্প্রচার চুক্তি নবীকরণ না করায়, আইএসএল-এর পরবর্তী সিজন শুরু করা কোনওভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল। তার ফলে স্বাভাবিকভাবেই, একাধিক ক্লাব অস্তিত্ব সংকটে ভুগছে।
সমস্যাটা কোন জায়গায়?
মূলত, সংবিধান সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত, এআইএফএফ কোনওরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। আর সেই কারণেই, এফএসডিএল-এর সঙ্গে দিল্লীর ফুটবল হাউজ কোনও কাজই এগিয়ে নিয়ে যেতে পারছে না। কার্যত, ফেডারেশনের তরফেই সম্প্রচার চুক্তি করতে দেরি হচ্ছে। উল্লেখ্য, বর্তমান চুক্তিটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর।
এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সমস্যা সমাধানের দাবি জানিয়ে ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, এফসি গোয়া, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসি একসঙ্গে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেকে একটি চিঠিও দিয়েছে।
এদিকে লিগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জেরে, বেশিরভাগ ক্লাবের ইউথ দলের কাজকর্ম প্রায় বন্ধ হয়ে গেছে। নতুন ফুটবলার এবং কোচও নিয়োগ করা হচ্ছে না। ভবিষ্যৎ পরিকল্পনা করার ক্ষেত্রেও বাধা তৈরি হচ্ছে। আর এইসবকিছুর মাঝেই এবার, ফুটবলার এবং কোচদের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিল ওড়িশা এফসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

