AIFF Meeting: আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান পাশ করাতেই হবে। নাহলে কিন্তু ফিফা ব্যানের মুখে পড়তে হতে পারে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, দ্রুত নয়া সংবিধান পাশ করাতে উদ্যোগী হয়েছেন ফুটবল কর্তারা।
AIFF Meeting: নয়া সংশোধিত সংবিধানকে মান্যতা দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফ (aiff rules and regulations)। বিশেষ কার্যকরী কমিটির বৈঠকের পর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন সংশোধিত এই সংবিধানকে মান্যতা দিল দিল্লীর ফুটবল হাউজ। তবে একাধিক বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে উঠল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা।
নির্ধারিত কিছু ধারা নিয়ে নোট অব ডিসেন্ট?
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই AIFF তাদের এই নতুন সংবিধানটি গ্রহণ করেছে। কিন্তু সংবিধানের দুটি বিতর্কিত ধারাকে অবশ্য বাদ রাখা হয়েছে বলে খবর। সেইসঙ্গে, আইএফএ(IFA), ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল সংস্থা, মিজোরাম এবং দিল্লী ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য নির্ধারিত কিছু ধারা নিয়ে নোট অব ডিসেন্ট রেজিস্টার করেছে।
অন্যদিকে, আগামী ৩১ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান পাশ করাতেই হবে। নাহলে কিন্তু ফিফা ব্যানের মুখে পড়তে হতে পারে। এবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, দ্রুত নয়া সংবিধান পাশ করাতে উদ্যোগী হয়েছেন ফুটবল কর্তারা। রবিবারের বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রফু্ল প্যাটেল নিজেও।
তাঁকে রাজ্য ফুটবল সংস্থার পদ ছাড়তে হবে
তাছাড়া প্রাক্তন সভাপতি সুব্রত দত্তও ছিলেন এদিন। ফলে, কিছুটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় বর্তমান কমিটি। জানা গেছে, রাজ্য সংস্থাগুলির স্বার্থরক্ষার উপর বিশেষভাবে জোর দেন সুব্রত দত্ত এবং প্রফুল প্যাটেলরা। তবে আপাতত সাময়িক স্বস্তি কল্যাণ চৌবেদের। তবে ফেডারেশনে কল্যাণ চৌবের সেই নিরঙ্কুশ আধিপত্য আর নেই।
ফেডারেশনের নতুন সংবিধানে ২৫.৩-র দুটি ধারায় বলা রয়েছে, কার্যকারী কমিটির সদস্য হতে হলে তাঁকে রাজ্য ফুটবল সংস্থার পদ ছাড়তে হবে। অর্থাৎ, রাজ্য ফুটবল সংস্থা অথবা সর্বভারতীয় ফুটবল সংস্থার মধ্যে একটি অপশনকে বেছে নিতে হবে।
আর এখানেই তৈরি হয়েছে সমস্যা। কারণ, ফেডারেশনের বর্তমান কার্যকরী কমিটিতে এমন অনেকেই আছেন, তারা আবার কোনও না কোনও রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবেও দায়িত্বে। তাই সেই দুটি ধারাকে বাদ দিয়েই সংবিধান পাশ করানো হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

