সংক্ষিপ্ত
শেষমুহূর্তে এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর অনুমতি দিয়েছে ক্রীড়ামন্ত্রক। বেশি দেরি হলে আর এবারের এশিয়ান গেমসে যোগ দিতেই পারত না ভারতীয় ফুটবল দল।
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে সহজ গ্রুপে ভারতীয় দল। সুনীল ছেত্রীদের সঙ্গে একই গ্রুপে চিন, বাংলাদেশ ও মায়ানমার। চিনের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন। তবে বাকি ২ দলকে হারানো সম্ভব। ফলে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যেতেই পারে ভারত। সেটা করতে পারলে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বঞ্চনার জবাব দেওয়া যাবে। এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে ভারতের সঙ্গে একই গ্রুপে চিনা তাইপেই ও থাইল্যান্ড। ফলে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যেতে পারেন ডালিমা ছিবেররা। এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছে ভারতের পুরুষ ও মহিলা দল।
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে গ্রুপ এ-তে ভারতের সঙ্গে একই গ্রুপে আছে কাতার, কুয়েত ও আফগানিস্তান-মঙ্গোলিয়া ম্যাচের বিজয়ী দল। এই গ্রুপ থেকে ভারতীয় দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়া কঠিন।
এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে গ্রুপ ডি বাদ দিয়ে বাকি সব গ্রুপেই ৪টি করে দল আছে। গ্রুপ ডি-তে আছে ৩টি দল। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল পরের রাউন্ডে যাবে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা ৪টি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। ফলে ভারতীয় দলের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিশ্চিত।
গ্রুপ এ-তে আছে ভারত, চিন, বাংলাদেশ ও মায়ানমার। গ্রুপ বি-তে আছে ভিয়েতনাম, সৌদি আরব, ইরান ও মঙ্গোলিয়া। গ্রুপ সি-তে আছে উজবেকিস্তান, সিরিয়া, হংকং ও আফগানিস্তান। গ্রুপ ডি-তে আছে জাপান, প্যালেস্টাইন ও কাতার। গ্রুপ ই-তে আছে দক্ষিণ কোরিয়া, কুয়েত, থাইল্যান্ড ও কুয়েত। গ্রুপ এফ-এ আছে উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র ও চিনা তাইপেই।
এশিয়ান গেমসে মহিলাদের ফুটবলে প্রতিটি গ্রুপ থেকে সেরা দল দ্বিতীয় রাউন্ডে যাবে। এছাড়া সব গ্রুপ মিলিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেরা ৩টি দলও দ্বিতীয় রাউন্ডে যাবে।
গ্রুপ এ-তে আছে চিন, উজবেকিস্তান ও মঙ্গোলিয়া। গ্রুপ বি-তে আছে ভারত, চিনা তাইপেই ও থাইল্যান্ড। গ্রুপ সি-তে আছে উত্তর কোরিয়া, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। গ্রুপ ডি-তে আছে জাপান, ভিয়েতনাম, নেপাল ও বাংলাদেশ। গ্রুপ ই-তে আছে দক্ষিণ কোরিয়া, হংকং, ফিলিপিন্স ও মায়ানমার।
ভারতের পুরুষদের দল সম্প্রতি দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে। ইন্টারকন্টিনেন্টাল কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারতীয় দল। এবার এশিয়ান গেমসেও ভালো পারফরম্যান্স দেখানোই ইগর স্টিম্যাচের দলের লক্ষ্য।
আরও পড়ুন-
ক্রীড়ামন্ত্রকের অনুমোদন, এশিয়ান গেমসে যাচ্ছেন সুনীল ছেত্রী, ডালিমা ছিবেররা
'এই সিদ্ধান্ত ভারতীয় ফুটবলকে উৎসাহিত করবে', সরকারকে ধন্যবাদ ইগর স্টিম্যাচের
অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার