Robert Lewandowski: বার্সেলোনার (Barcelona) আক্রমণের অন্যতম ভরসা পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। মরসুমের শেষদিকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দলকে সমস্যায় ফেলে দিলেন এই স্ট্রাইকার।

Robert Lewandowski Injury: চলতি মরসুমে চারটি খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে বার্সেলোনা (Barcelona)। লা লিগা (La Liga), কোপা ডেল রে (Copa del Rey), উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জয়ের সুযোগ রয়েছে বার্সার সামনে। লা লিগায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে কাতালানরা। কোপা ডেল রে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (Real Madrid) মুখোমুখি হবে বার্সা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল ম্যাচও রয়েছে। এরই মধ্যে মারাত্মক চোট পেলেন তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লেওয়ানডস্কি। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই স্ট্রাইকার কোপা ডেল রে ফাইনাল এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে খেলতে পারবেন না। ফলে সমস্যায় পড়ে গেল বার্সা।

সবচেয়ে বেশি গোল লেওয়ানডস্কির

৩৬ বছর বয়সি পোলিশ ফরোয়ার্ড লেওয়ানডস্কি চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ গোল করে বার্সেলোনার শীর্ষ গোলদাতা। শনিবার সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-৩ জয় পেয়েছে বার্সা। এই ম্যাচে অবশ্য গোল পাননি লেওয়ানডস্কি। ৭৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর চোট প্রসঙ্গে রবিবার এক বিবৃতিতে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রবিবার করা পরীক্ষায় নিশ্চিত হওয়া গিয়েছে যে প্রথম দলের খেলোয়াড় রবার্ট লেওয়ানডস্কির বাম উরুতে সেমিটেন্ডিনোসাস ইনজুরি হয়েছে।’ এই চোটের জন্য লেওয়ানডস্কিকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, লেওয়ানডস্কিকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। যার অর্থ হল, তিনি আগামী শনিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কোপা ফাইনালে খেলতে পারবেন না। লেওয়ানডস্কি মঙ্গলবার মায়োরকার বিপক্ষে এবং ৩ মে ভ্যালাডোলিডের বিরুদ্ধে লা লিগা ম্যাচেও খেলতে পারবেন না। ১১ মে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তিনি খেলতে পারেন। সেই ম্যাচটি লা লিগা শিরোপা জয়ের ভাগ্য নির্ধারণ করতে পারে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সমস্যায় বার্সা

লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ৩০ এপ্রিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে। তারপর ৬ মে মিলানের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে। এ বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনা সম্ভাব্য চারটি শিরোপা জয়ের লক্ষ্যে রয়েছে এবং ২০১৯ সালের পর প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনাল খেলতে নামছে। প্রধান কোচ হ্যান্সি ফ্লিক এর আগে লেওয়ানডস্কির বিকল্প হিসেবে ফেরান টোরেসকে মাঝমাঠে ব্যবহার করেছেন এবং ড্যানি ওলমোকে ফলস নাইন হিসেবেও পরীক্ষা করেছেন। তিনি ফের একই কৌশল অবলম্বন করতে পারেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।