Alexander Isak Liverpool: মোট ১৫০০ কোটি টাকার বিনিময়ে তাঁকে সই করিয়েছে লিভারপুল এফসি। পরিসংখ্যান বলছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে কোনও ফুটবলারকে দলে নেওয়ার জন্য কোনও ক্লাব এত টাকা খরচ করেনি।
Alexander Isak Liverpool: বিশ্ব ফুটবলে অন্যতম বড় সাইনিং। রীতিমতো চমক দিল প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। দলবদলের বাজারে কার্যত, সমস্ত রেকর্ড ভেঙে দিল তারা (alexander isak liverpool transfer news)। গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জিতে নেয় লিভারপুল। আর এবার সেই চ্যাম্পিয়ন ক্লাবই রেকর্ড অর্থের বিনিময়ে সই করাল সুইডেনের তরুণ স্ট্রাইকার অ্যালেকজান্ডার ইশাককে (alexander isak liverpool offer)।
মোট ১৫০০ কোটি টাকার বিনিময়ে তাঁকে সই করিয়েছে লিভারপুল এফসি। পরিসংখ্যান বলছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে এর আগে কোনও ফুটবলারকে দলে নেওয়ার জন্য কোনও ক্লাব এতো টাকা খরচ করেনি।
ইশাক নামবেন লিভারপুলের জার্সিতে
নিঃসন্দেহে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে অ্যালেকজান্ডার ইশাককে ঘরে তুলল লিভারপুল। প্রসঙ্গত, গত মরশুমে নিউক্যাসল ইউনাইটেডের হয়ে খেলেন এই তরুণ ফুটবলারটি। সেইসঙ্গে, অসাধারণ পারফরম্যান্স উপহার দেন। আর এবার ইশাক নামবেন লিভারপুলের জার্সিতে। তাঁর সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে লিভারপুল।
নতুন দলের হয়ে ৯ নম্বর জার্সি পরে খেলবেন এই তরুণ স্তারিকার। লিভারপুলে সই করে অ্যালেকজান্ডার ইশাক জানিয়েছেন, “এই দলে সুযোগ পেয়ে সত্যিই আমি গর্বিত। লিভারপুলের হয়ে আমি ইতিহাস তৈরি করতে চাই। এই দলের হয়ে অনেক ট্রফি জিততে চাই। সেটাই এই মুহূর্তে আমার অন্যতম লক্ষ্য। আমার বিশ্বাস, এই ক্লাবে আমি আমার খেলাকে আরও উন্নত করতে পারব এবং পরের ধাপে পৌঁছতে পারব।”

রেকর্ড ভেঙে গেল
এতদিন পর্যন্ত, প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ছিলেন এঞ্জো ফার্নান্ডেজ। আর্জেন্টিনার এই ফুটবলারকে ১২৫০ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল চেলসি। কিন্তু এবার সেই রেকর্ড ভেঙে গেল।
উল্লেখ্য, নিউক্যাসলের হয়ে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল করেন ইশাক। শুধু তাই নয়, ৫৬ বছর ধরে চলা ট্রফি খরা কাটিয়েছিলেন তিনি। সবথেকে বড় বিষয়, লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের কাছেই পরাজিত হয় লিভারপুল। যে ম্যাচে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অ্যালেকজান্ডার ইশাক।
এবার সেই ফুটবলারকেই সই করাল তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।