Brazil vs Paraguay: কেন তাঁকে ভরসা করে দলের কোচ করা হয়েছে, এবার আসতে আসতে সেটা বোঝা যাচ্ছে। শুরু হয়েছে আনসেলোত্তি ম্যাজিক।
Brazil vs Paraguay: প্যারাগুয়েকে হারিয়ে আসন্ন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে জায়গা পাকা করে নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ভিনিসিয়াসের একমাত্র গোলে জয় পেলেন সেলেকাওরা। অন্যদিক দিয়ে বলতে গেলে, শুরু হয়ে গেল আনসেলোত্তি ম্যাজিক। কেন তাঁকে ভরসা করে দলের কোচ করা হয়েছে, এবার আসতে আসতে সেটা বোঝা যাচ্ছে।
সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে ফুটবলের সেরা মঞ্চ মাতাতে আবার প্রস্তুত ব্রাজিল
দক্ষিণ আমেরিকা থেকে আগেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নেয় আর্জেন্টিনা। এদিন অবশ্য তারা ড্র করেছে কলম্বিয়ার বিরুদ্ধে। প্রসঙ্গত, মারাকানাতে খেলতে নামার আগে ব্রাজিল একটি ম্যাচই খেলেছিল। তবে সেটা ড্র হয়েছিল। কিন্তু এদিন যে ব্রাজিলকে দেখা গেল, তা যেন নিঃসন্দেহে আনসেলোত্তির ব্রাজিল। কোনও ছন্নছাড়া ফুটবল খেলেননি দলের ফুটবলাররা। এমনকি, নিজেদের মধ্যে বোঝাপড়াও অনেক বেশি স্পষ্ট ছিল। মাঝমাঠ থেকে আক্রমণ, দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে আসা কিংবা বল দখলে রাখা সঠিক পাসিং, সবদিক দিয়েই অনেক বেশি কমপ্লিট ফুটবল খেলেছে আনসেলোত্তির ছেলেরা।
প্রথমার্ধের আগেই ভিনিসিয়াস গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন
ডানদিক থেকে বক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাথিউস কুনহা। তাঁর মাঠ ঘেঁষা ক্রস থেকে সোজা বলকে জালে জড়িয়ে দেন ভিনিসিয়াস। প্যারাগুয়ের ডিফেন্ডাররা আসলে বুঝতেই পারেননি যে, ব্রাজিলের ‘নম্বর টেন’ ওঁত পেতে বসেছিলেন গোল করার জন্য।
তবে একটিমাত্র গোলেই হয়েছে দিনের ম্যাচে এবং সেই জয়সূচক গোলের সুবাদেই বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল।গোটা ম্যাচে ১১টি শট নিয়েছে তারা। তার মধ্যে আবার গোল লক্ষ্য করে ৪টি এবং বল পজিশন ৭৩%। এই জয়ের পর, বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট হল ব্রাজিলের এবং তারা আদায় করে নিল ২০২৬ বিশ্বকাপের ছাড়পত্র।
অপরদিকে, আর্জেন্টিনা আবার ড্র করেছে কলোম্বিয়ার বিরুদ্ধে। ১০ জনে খেলে, শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করে তারা। সেই ম্যাচের ফলাফল ১-১। সেইসঙ্গে, আর্জেন্টিনাও পৌঁছে গেল বিশ্বকাপে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।