East Bengal FC: কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল। এবারও লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবার বড় জয় পেল বিনো জর্জের (Bino George) দল।

DID YOU
KNOW
?
কলকাতা ফুটবল লিগ
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্সের খেলা চলছে। এবারও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ইস্টবেঙ্গল।

Calcutta Football League 2025: যেমন সুন্দর মাঠ, তেমনই ঝকমকে পারফরম্যান্স। বৃহস্পতিবার চলতি কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ইউনাইটেড কলকাতাকে ৩-০ উড়িয়ে দিল বিনো জর্জের (Bino George) দল। চলতি কলকাতা ফুটবল লিগে বৃহস্পতিবারই প্রথমবার নিজেদের মাঠে খেলতে নামল ইস্টবেঙ্গল। এতদিন মাঠ সংস্কারের কাজ চলছিল। সেই কাজ শেষ হয়ে গিয়েছে। সবুজ মখমলের মতো মাঠ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এই মাঠে বৃহস্পতিবার লাল-হলুদ ব্রিগেডের উজ্জ্বল পারফরম্যান্স দেখা গেল। গত মরসুমের কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ এখনও নির্ধারিত হয়নি। তবে চলতি মরসুমে কলকাতা ফুটবল লিগ জেতার দিকে এগিয়ে চলেছে এই লিগের ইতিহাসে সফলতম দল ইস্টবেঙ্গল।

অসামান্য গোল বিষ্ণুর

এদিন জয়ের লক্ষ্যে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে সিনিয়র দলের তারকা বিষ্ণু পি ভি (Vishnu Puthiya Valappill), ডেভিড লাললানসাঙ্গা (David Lalhlansanga), প্রভাত লাকড়াকে (Provat Lakra) রাখা হয়। এর ফলও পাওয়া গেল। শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট ছিল। তবে গোল পাওয়ার জন্য প্রথমার্ধের সংযোজিত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। হেডে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক নাসিব রহমান। দ্বিতীয়ার্ধের শুরুতেই অসাধারণ গোল করে ব্যবধান বাড়ান বিষ্ণু। ৪৮ মিনিটে তাঁর ফ্রি-কিক দেখে সারা মাঠ উচ্ছ্বসিত হয়ে ওঠে। এরপর ৬৯ মিনিটে পাসিং ফুটবল ও দলগত পারফরম্যান্সের ঝলক দেখিয়ে ইস্টবেঙ্গলের হয়ে তৃতীয় গোল করেন গুইতে ভ্যানলালপেকা (Guite Vanlalpeka)।

রবিবার সামনে ডায়মন্ড হারবার এফসি

রবিবার ডায়মন্ড হারবার এফসি-র (Diamond Harbour FC) মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচের ফলের উপরেই এবারের কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়নশিপ নির্ভর করছে। গত মরসুমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলেনি ডায়মন্ড হারবার এফসি। এর বদলে তারা আদালতে গিয়েছে। এবার হয়তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে ডায়মন্ড হারবার এফসি। তারা ডুরান্ড কাপ (Durand Cup 2025) সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল। ফলে রবিবারের ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।