Calcutta Football League: বিদেশীহীন কলকাতা ফুটবল লিগে সব দলই সাধ্যমতো লড়াই করছে। শুক্রবার নৈহাটিতে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করল জর্জ টেলিগ্রাফ (George Telegraph Sports Club)।
Mohun Bagan Super Giant vs George Telegraph Sports Club: কলকাতা ফুটবল লিগে (Calcutta Football League) ফের হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। প্রথম ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের (Police AC) কাছে হারের পর কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন (Kalighat Sports Lovers Association) ও রেলওয়ে এফসি-কে (Railway FC) হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে শুক্রবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে জর্জ টেলিগ্রাফের (George Telegraph Sports Club) কাছে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গোলশূন্যভাবে শেষ হল ম্যাচ। গত ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি সালাহউদ্দিন আদনান। তিনি না থাকায় সবুজ-মেরুন ব্রিগেডের আক্রমণের ধার কমে যায়। সারা ম্যাচেই সালাহউদ্দিনের অভাব বোঝা গেল। বাকিরা তাঁর অভাব পূরণ করতে পারলেন না। দলকে এর খেসারত দিতে হল।
বৃষ্টিভেজা মাঠে পয়েন্ট নষ্ট সবুজ-মেরুনের
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। ফলে নৈহাটির মাঠে খেলা সহজ ছিল না। ঘাসের নীচে কাদা রয়েছে। ফলে পিচ্ছিল মাঠে ফুটবলারদের বল নিয়ে ও বল ছাড়া দৌড়তে সমস্যা হচ্ছে। শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্ট ও জর্জ টেলিগ্রাফের ফুটবলারদেরও বারবার সমস্যায় পড়তে হল। এরই মধ্যে একাধিক সুযোগ পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি। জর্জ টেলিগ্রাফের ফুটবলাররাও আক্রমণ করছিলেন। তাঁরা লড়াই করে এক পয়েন্ট আদায় করে নিলেন। গোলের সুযোগ কাজে লাগাতে পারলে জয়ও পেতে পারত জর্জ টেলিগ্রাফ।
ডুরান্ড কাপে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট
মোহনবাগান সুপার জায়ান্ট এবারের ডুরান্ড কাপে খেলবে কি না, সে বিষয়ে ধোঁয়াশা ছিল। তবে শুক্রবার জানা গেল, বিশ্বের অন্যতম প্রাচীন টুর্নামেন্টে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এই টুর্নামেন্টে বিদেশি ফুটবলারদের খেলানোর উপর নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে ডুরান্ড কাপের আয়োজকরা এই দাবি মেনে নেবেন কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


