CFL Derby 2025: বেজে গেল মরশুমের প্রথম ডার্বির দামামা। কলকাতা লিগের ডার্বি কবে?

CFL Derby 2025: কলকাতা ডার্বি! কিন্তু কলকাতায় নয়। আগামী ১৯ জুলাই, কলকাতা লিগের ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। দুটি দলেরই তরুণ ব্রিগেড খেলতে নামবে এই ম্যাচে। বড় ম্যাচ মানেই ভরপুর আবেগ এবং উত্তেজনা (calcutta football league 2025 schedule)। 

কোন মাঠে খেলা হবে ডার্বি? 

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, আগামী ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই প্রধান। প্রসঙ্গত, এর আগে কল্যাণীতে আই লিগ সহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। কিন্তু কল্যাণীর মাঠে ডার্বি ম্যাচ এই প্রথম (calcutta football league live)।

প্রসঙ্গত, চলতি মরশুমে কলকাতা লিগে অধিকাংশ ম্যাচই খেলা হচ্ছে দুপুরে। তবে চেষ্টা করা হচ্ছে, যাতে ফ্লাডলাইটের আলোয় ডার্বি ম্যাচ আয়োজন করা যায়। সেক্ষেত্রে ডার্বি শুরু হতে পারে বিকেলের দিকে। জানা যাচ্ছে, প্রথমে বারাসাত স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কিন্তু বারাসাত স্টেডিয়ামে আবার এই মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে না বলে জানিয়েছেন ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। 

সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে কল্যাণীই চলে আসে প্রথম পছন্দের তালিকায়। ইতিমধ্যেই আইএফএ সচিব কল্যাণী স্টেডিয়ামে পরিদর্শন করে এসেছেন। নিরাপত্তাজনিত কিছু সমস্যা ছিল। তবে আপাতত সেই সমস্যা মিটে গেছে বলে খবর।

চলতি কলকাতা লিগে গ্রুপে এ-তে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল 

চার ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ৭ এবং তারা রয়েছে লিগ টেবিলের পাঁচ নম্বরে। অন্যদিকে, সপ্তম স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট তিন ম্যাচ খেলে ৫। এদিকে ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল আবার ১-০ গোলে হেরে গেছে পাঠচক্রের কাছে। অপরদিকে, ডার্বি খেলতে নামার আগে মোহনবাগান খেলবে কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে।

তবে ডার্বির ভেন্যু ঠিক হয়ে গেছে। আগামী ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।