CFL EXCLUSIVE: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মঙ্গলবার, অসাধারণ গোলকিপিং করেছেন তিনি। তবে শুধু এই ম্যাচেই নয়, চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন।
CFL EXCLUSIVE: ডেডিকেশনের চূড়ান্ত লেভেল মনে হয় একেই বলে। নিজের মা-কে হারিয়েও ইস্পাত কঠিন মানসিকতা নিয়ে তিনি মাঠে এলেন এবং খেললেন দলের স্বার্থে।সত্যিই ফুটবলই যেন উদাহরণ তৈরি করে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কমিটমেন্ট এটাই (calcutta football league 2025)। তিন কাঠির নীচে দাঁড়িয়ে করলেন সব অসাধারণ সেভ। কথা বলছি অর্ণবের। সেই অর্ণব দাস (Arnab Das), মামণি আশিয়ানা গ্রুপ পাঠচক্রের গোলকিপার। তাঁর সঙ্গে সরাসরি কথা বলল এশিয়ানেট নিউজ বাংলা।
তিন কাঠির নীচে কার্যত তিনি অপ্রতিরোধ্য
কখনও গোল থেকে বেরিয়ে এসে কিংবা নিজের শরীরকে ছুঁড়ে দিয়ে দলের পতন রোধ করছেন। চলতি কলকাতা লিগে একটি ম্যাচও হারেনি তাঁর দল। হ্যাঁ, সেই দলেরই অতন্দ্র শেষপ্রহরী অর্ণব দাস (calcutta football league 2025 schedule)।
যিনি গত রবিবার, নিজের মা-কে হারিয়েছেন। কিন্তু ঐ যে কমিটমেন্ট, সেই জায়গা থেকেই দলের জন্য মাঠে নেমেছেন মনকে শক্ত করে। দমে যাননি। বরং, দম রেখেই রুখে দিয়েছেন বিপক্ষ দলকে এবং সেইসঙ্গে করেছেন অনবদ্য সব সেভ।
চলতি কলকাতা লিগের অন্যতম নজরকাড়া গোলকিপার হলেন মামণি আশিয়ানা গ্রুপ পাঠচক্রের গোলকিপার অর্ণব দাস। ইস্টবেঙ্গলকে হারানোর পর এশিয়ানেট নিউজ বাংলাকে কী জানালেন তিনি?
![]()
মাঠের বাইরে একরকম মাইন্ড সেটআপ ছিল এবং মাঠের মধ্যে আলাদা
অর্ণবের কথায়, “মাঠে যখন নেমেছিলাম, তখন পুরো ফোকাস ম্যাচের মধ্যেই ছিল। মাঠের বাইরে একরকম মাইন্ড সেটআপ ছিল এবং মাঠের মধ্যে আলাদা। আসলে দলের হয়ে সেভ করাটাই আমার দায়িত্ব। ওটা আমাকে করতেই হবে। আর সেটাই আমি করেছি।”
স্মৃতিচারণ অর্ণবের মুখেই
“আমার বাবাও ফুটবল খেলতেন। বাবাই আমাকে প্রথম ১২ বছর বয়সে মাঠে নিয়ে যায়। সেই থেকেই আমার ফুটবল কোচিং ক্যাম্পে যাওয়ার শুরু। তবে বাবার সঙ্গে সঙ্গে মা-ও অনেক সহযোগিতা করেছে। আমি যখন বাইরে খেলতে যেতাম এবং জিতে কাপ নিয়ে আসতাম, তারা দুজন তখন খুব খুশি হতেন। ঐ হাসিটা দেখতে অনেক ভালো লাগত আমার। আমার জন্য বাবা-মা দুজনই খুব চেষ্টা করেছে।”

বঙ্গ এই গোলকিপার বলছেন, “আমাদের ড্রেসিংরুম আসলে একটা পরিবারের মতো। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার চেষ্টাতেই দল ভালো ফল করছে। নিশ্চয়ই আজকের জয়টা দলের মনোবল বাড়িয়ে দেবে। কিন্তু এটা নিয়ে ধরে বসে থাকলে হবেনা। সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে। আমাদের আরও ভালো খেলতে হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
