Mohun Bagan Super Giant: বৃহস্পতিবার ডুরান্ড কাপ (Durand Cup 2025) অভিযান শুরু করল এই টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল মোহনবাগান সুপার জায়ান্ট। মরসুমের প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখালেন লিস্টন কোলাসো (Liston Colaco)।

DID YOU
KNOW
?
এশিয়ার অন্যতম প্রাচীন
ডুরান্ড কাপ বিশ্বের পঞ্চম প্রাচীনতম এবং এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ১৮৮৮ সালে শুরু হয় এই প্রতিযোগিতা।

Durand Cup 2025: প্রত্যাশামতোই জয় দিয়ে এবারের ডুরান্ড কাপ (Durand Cup 2025) শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। বৃহস্পতিবার শতাব্দীপ্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাবকে (Mohammedan SC) সহজেই হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। গড়ের মাঠের এই দুই ক্লাবের প্রতিষ্ঠার মধ্যে দু'বছরের পার্থক্য। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। ১৮৯১ সালে পথ চলা শুরু করে মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন ম্যাচের ফলেও সেই দুইয়ের পার্থক্যই থাকল। ৩-১ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। জোড়া গোল করলেন লিস্টন কোলাসো (Liston Colaco)। অপর গোল করেন সুহেল ভাট। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোল করেন অ্যাশলে অ্যালবান কোলি। আপুইয়া ৪৩ মিনিটে লাল কার্ড দেখায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলতে হয় মোহনবাগান সুপার জায়ান্টকে। তারপরেও সহজ জয় এল।

ডুরান্ড কাপকে গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন শিবির

এবারের ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে কি না, সে বিষয়ে নিশ্চয়তা ছিল না। তারপর শোনা যাচ্ছিল, রিজার্ভ দলকে খেলানো হতে পারে। তবে বৃহস্পতিবার মূল দলের ফুটবলারদেরই প্রথম একাদশে রাখা হল। এর ফলও পাওয়া গেল। ২৩ মিনিটে অনবদ্য ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিস্টন। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল সাদা-কালো ব্রিগেড। আপুইয়া মাথা গরম করে লাল কার্ড দেখায় মহামেডান স্পোর্টিংয়ের ফুটববলারদের কাজ সহজ হয়ে যায়। ৫০ মিনিটে সমতা ফেরান অ্যাশলে। তবে কিছুক্ষণের মধ্যেই ফের এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। ৬২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন সুহেল। এক্ষেত্রেও গোলের সঙ্গে জড়িয়ে লিস্টনের নাম। তাঁর অসাধারণ পাস থেকেই গোল করেন সুহেল। এরপর দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে ফের গোল করেন লিস্টন।

ডুরান্ড কাপ থেকে বিদায় মহামেডান স্পোর্টিংয়ের!

এবারের ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে ডায়মন্ড হারবার এফসি-র কাছে হেরে যায় মহামেডান স্পোর্টিং ক্লাব। এরপর দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টের কাছেও হেরে গেল সাদা-কালো ব্রিগেড। জোড়া হারের পর তাদের আর নক-আউটের যোগ্যতা অর্জনের আশা থাকল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।