Durand Cup 2025: ঢাকে কাঠি পড়ে গেল ডুরান্ড কাপের। আগামী ২৩ তারিখ থেকে শুরু এই প্রতিযোগিতা। এবার পুরস্কার মূল্যও বাড়ল অনেকটা। 

Durand Cup 2025: বিরাট অঙ্কের পুরস্কার মূল্য থাকছে এবার ডুরান্ড কাপে। ঢাকে কাঠি পড়ে গেল ডুরান্ড কাপের। আগামী ২৩ জুলাই থেকে শুরু এই প্রতিযোগিতা এবং চলবে ২৩ অগাস্ট পর্যন্ত। এবার পুরস্কার মূল্যও অনেকটা বৃদ্ধি পেল (durand cup 2025 schedule)।

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ 

এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার উদ্বোধন হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। আসন্ন ডুরান্ডে বাংলা থেকে খেলবে চারটি দল। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। মোট ২৪টি দল এবারের ডুরান্ড কাপে অংশ নিচ্ছে। সেই দলগুলিকে মোট ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে (durand cup 2025 fixtures)।

কোন গ্রুপে কোন দল?

গ্রুপ-এ: ইস্টবেঙ্গল, সাউথ ইউনাইটেড এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স এফটি, নামধারী এফসি

গ্রুপ-বি: মোহনবাগান, মহামেডান, ডায়মন্ড হারবার এফসি, বিএসএফ এফটি

গ্রুপ-সি: জামশেদপুর এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, লাদাখ এফসি, ফরেন সার্ভিসেস টিম

গ্রুপ-ডি: কার্বি অ্যাংলং মর্নিং স্টার এফসি, পাঞ্জাব এফসি, আইটিবিপি এফটি, বোডোল্যান্ড এফসি

গ্রুপ-ই: নর্থইস্ট ইউনাইটেড এফসি, রংদাজিদ ইউনাইটেড এফসি, শিলং লাজং এফসি, ফরেন সার্ভিস টিম

গ্রুপ-এফ: ট্রাউ এফসি, নেরোকা এফসি, ইন্ডিয়ান নেভি ফুটবল দল, রিয়াল কাশ্মীর এফসি 

অর্থাৎ, আইএসএল এবং আই লিগের দল ছাড়াও সেনাবাহিনীর দল তো রয়েছেই। সেইসঙ্গে, গ্রাসরুট দল এবং বিদেশি দলও সুযোগ পাচ্ছে। গ্রুপ এ এবং বি-এর সব খেলা হবে কলকাতায়। গ্রুপ সি-এর সবকটি ম্যাচ হবে জামশেদপুরে। গ্রুপ ডি-এর ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোকরাঝাড়ে। অন্যদিকে, গ্রুপ ই-এর সব খেলা হবে শিলং-এ এবং গ্রুপ এফ-এর ম্যাচগুলি হবে ইম্ফলে। 

কলকাতার যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড এফসি। বৃহস্পতিবার, ফোর্ট উইলিয়ামে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানেই জানানো হয়, এবার ডুরান্ডের পুরস্কার মূল্য বৃদ্ধি পাচ্ছে। 

পুরস্কারমূল্য ১.২ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে এবার হয়েছে ৩ কোটি টাকা এবং গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভসজয়ীদের দেওয়া হবে এসইউভি গাড়ি। আসন্ন এই প্রতিযোগিতায় বিদেশি দল হিসেবে খেলছে নেপাল ত্রিভুবন আর্মি এবং মালয়েশিয়ার সেনা দল। ছাড়া এই প্রথম ডুরান্ডে খেলতে নামবে ডায়মন্ডহারবার এফসি, মালয়েশিয়া আর্মির দল, আইটিবিপি, সাউথ ইউনাইটেড এফসি, ওয়ান লাদাখ এবং নামধারী এফসি। 

খেলা কথায় দেখবেন?

টুর্নামেন্টের ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করবে সোনি স্পোর্টস। তাছাড়া খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। 

এদিন সাংবাদিক সম্মেলনে সেনাবাহিনীর তরফে উপস্থিত ছিলেন মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে, লেফটেনেন্ট জেনারেল মোহিত মালহোত্রা, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস এবং রাজ্য ক্রীড়া দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা সহ আরও অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।