Durand Cup 2025 Mohun Bagan: ডুরান্ড কাপ খেলছে মোহনবাগান। মিটে গেল মাঠ সমস্যা।  

Durand Cup 2025 Mohun Bagan: মিটল মোহনবাগানের মাঠ সমস্যা। ফলে, ডুরান্ড কাপে খেলতে আর কোনও সমস্যাই নেই সবুজ মেরুন ব্রিগেডের। তাদের দাবি মেনে এবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন করার অনুমতি দিল ডুরান্ড কাপের আয়োজক কমিটি (mohun bagan durand cup schedule)। 

এতদিন অনুশীলন চলছিল রাজারহাটে সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে

প্রসঙ্গত, মোহনবাগানকে এতদিন অনুশীলন করতে হচ্ছিল রাজারহাটে অবস্থিত ফেডারেশনের নিজস্ব সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে। তবে এটি স্বাভাবিক ঘাসের মাঠ নয়। অর্থাৎ, অ্যাস্ট্রো টার্ফ বা কৃত্রিম ঘাসের মাঠে প্র্যাকটিস চলছিল। কিন্তু আসল প্রতিযোগিতা তো খেলতে হবে সাধারণ ঘাসের মাঠে। তাই মোহনবাগান গত বেশ কয়েকদিন ধরেই আবেদন জানাচ্ছিল যে, তাদের যেন যুবভারতীর ঘাসের মাঠে অনুশীলন করতে দেওয়া হয় (durand cup 2025 fixtures)। 

এবার সেই দাবি মেনে নেওয়া হল

উল্লেখ্য, ডুরান্ড অথরিটির কাছে মাঠ সহ মোট চার দফা শর্ত পাঠিয়েছিল মোহনবাগান। জানা যাচ্ছে, শুধু মাঠ নয়! বরং তার সঙ্গে আরও তিনটি দাবিও মেনে নেওয়া হয়েছে। মোহনবাগান ডুরান্ডে কাপের সূচিতেও কিছুটা বদল চেয়েছিল। সবুজ মেরুন ব্রিগেড বলছে, সেটা মেনেই চূড়ান্ত সূচি তৈরি করা হয়েছে।

মোহবাগানের তৃতীয় দাবি ছিল টিকিটের বিষয়ে। আসলে গত কয়েক বছর ধরেই ডুরান্ড কাপের টিকিট পাওয়া নিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে ডুরান্ড কর্তৃপক্ষের। অভিযোগ উঠেছে, কোনওবারই ঠিকঠাক এবং পর্যাপ্ত টিকিট পাওয়া যায় না। এমনকি কমপ্লিমেন্টারি টিকিটও নাকি টাকা দিয়ে কিনতে হয় দুই প্রধানকে। দুই দলেরই সদস্যরা খেলা দেখা থেকে বঞ্চিত হন। 

মোহনবাগান এবার জানিয়ে দিয়েছে, এই সমস্যা হবে না

কারণ, টিকিট সংক্রান্ত তাদের দাবি মেনে নিয়েছে ডুরান্ড কাপের আয়োজক কমিটি। ফলে, সদস্যদের টিকিট পেতে সমস্যা হবে না বলেই জানাচ্ছে মোহনবাগান। আর শেষ দাবি ছিল প্রশাসনিক বিষয় সংক্রান্ত। সেটাও মেনে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া বৃহস্পতিবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছেন, ডুরান্ডে কাপে বিদেশি ছাড়া প্রতিযোগিতা খেলার জন্য সমস্ত দলকে বলা হোক। কারণ, ফেডারেশন কিছুদিন আগেই বলেছিল যে, তারা দেশের ফুটবলে বিদেশি কমাতে চায়। তার একটাই কারণ, দেশের ফুটবলের উন্নতি। এবার সেই আঙ্গিকেই আবেদন জানাল মোহনবাগান। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।