সংক্ষিপ্ত
ডুরান্ড কাপ সেমি-ফাইনালের পর ফাইনাল। ফের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে টিফোয় আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদ দেখা গেল। শনিবার ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট-নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে টিফোয় লেখা দেখা গেল, 'তোর ভয় নেই বোন, আমরা প্রতিবাদ করতে জানি।' ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি এবং প্রতিবাদের মুষ্ঠিবদ্ধ হাতের ছবিও আছে টিফোয়। এছাড়া আরও এক পোস্টারের মাধ্যমে প্রতিবাদ জানান মোহনবাগান সমর্থকরা। সেই পোস্টারে লেখা দেখা যায়, 'যাদের অতীত সোনায় মোড়া বাবলু চুনী মান্না, তাদের রাতের ঘুম কেড়েছে তিলোত্তমার কান্না। রক্তচক্ষু ভয় পাই না, বোনের বিচার চাই। দোষীর মুখোশ খুলব টেনে, থামার প্রশ্ন নাই।' এভাবেই কলকাতার বুকে ঘটে যাওয়া নৃশংস অপরাধের প্রতিবাদে সরব হলেন ফুটবলপ্রেমীরা।
ক্রীড়ামন্ত্রীর সামনেই আর জি কর নিয়ে প্রতিবাদ
ডুরান্ড কাপ ফাইনালে অতিথি হিসেবে উপস্থিত হন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদের সাক্ষী থাকলেন। এর আগে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট-বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছিল, টিফো, ব্যানার নিয়ে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করা যাবে না। কলকাতা হাইকোর্ট টিফো নিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়। এরপর ফাইনালে আর টিফো, ব্যানারের উপর নিষেধাজ্ঞা জারি করেনি পুলিশ। ফলে ফের প্রতিবাদ দেখা গেল।
আর জি কর নিয়ে ফুটবলপ্রেমীদের প্রতিবাদ
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া দিবসে আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনার প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন ইস্টবেঙ্গল, মোহনবাগান মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা। এরপর ডুরান্ড কাপ ফাইনালেও প্রতিবাদ দেখা গেল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
ফের পথে তিন প্রধানের সমর্থকরা, জাতীয় ক্রীড়া দিবসে আর জি করের বিচার চেয়ে মিছিল
'পুলিশ মারতে এসেছিল, কোনওরকমে পালিয়ে বেঁচেছি', ভয়ঙ্কর অভিজ্ঞতা বিচার চাইতে যাওয়া ফুটবলপ্রেমীর