East Bengal CFL 2025: মামণি এবং আশিয়ানা গ্রুপ পাঠচক্রের বিরুদ্ধে পরাজয় ইস্টবেঙ্গলের। কলকাতা লিগে বেগতিক লাগছে লাল হলুদ ব্রিগেডকে। 

East Bengal CFL 2025: কলকাতা লিগে হার ইস্টবেঙ্গলের। মামণি এবং আশিয়ানা গ্রুপ পাঠচক্রের বিরুদ্ধে পরাজয় ইস্টবেঙ্গলের। কলকাতা লিগে বেগতিক লাগছে লাল হলুদ ব্রিগেডকে (east bengal match today live)।

ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে মঙ্গলবার, মামণি এবং আশিয়ানা গ্রুপ পাঠচক্রের কাছে ১-০ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। আর ঠিক পরের ম্যাচটিই হল ডার্বি। তার আগে রীতিমতো বেসামাল লাগল ইস্টবেঙ্গলকে। কার্যত, শেষ মুহূর্তে গোল খেয়ে পরাজয় বিনো জর্জের দলের (east bengal cfl match 2025)। 

এদিন পাঠচক্রের হয়ে গোল করেন ডেভিড মতলা

Scroll to load tweet…

চলতি কলকাতা লিগে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে পাঠচক্র। প্রসঙ্গত, গত ম্যাচে কাস্টমসের বিরুদ্ধে ড্র করে ইস্টবেঙ্গল। সেই ম্যাচে প্রথমে ২ গোলে পিছিয়ে ছিল লাল হলুদ। পরে সেখান থেকে সমতা ফিরিয়ে আনে তারা। ঐ ম্যাচ শেষে দলের কোচ বিনো জর্জ ক্ষমাও চেয়েছিলেন সমর্থকদের কাছে। কিন্তু এবার ব্যারাকপুর স্টেডিয়ামে সোজা হেরে বসল তাঁর দল। কার্যত, পরিকল্পনাহীন খেলা এবং ডিফেন্সে একাধিক ফাঁকফোকর নজরে এল। 

আর সেই সুযোগগুলিকেই সঠিকভাবে কাজে লাগাল পার্থ সেন ব্রিগেড। খেলার তখন ৮৭ মিনিটে। ম্যাচের একেবারে শেষদিকে, ইস্টবেঙ্গল ডিফেন্সের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে গোল করে যান পাঠচক্রের ডেভিড। তবে ইস্টবেঙ্গল গোলকিপার আদিত্য পাত্র চেষ্টা করেছিলেন, কিন্তু শেষরক্ষা হয়নি। 

গোটা ম্যাচেই ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গেল

লাল হলুদ স্ট্রাইকারদের মধ্যে একাধিক সমস্যা দেখা গেল। উল্টোদিকে মামণি আশিয়ানা পাঠচক্র যেন এদিন মাঠ কাঁপানো ফুটবল খেলল। আপাতত চারটি ম্যাচ খেলে সেই ৪টিতেই জয় পেয়েছে তারা। সবথেকে বড় বিষয়, এখনও পর্যন্ত একটি গোলও খায়নি তারা। নিঃসন্দেহে দলের গোলকিপার অর্ণব দাসের প্রশংসা করতেই হয়। তাঁর মা প্রয়াত হয়েছেন কয়েকদিন আগেই। কিন্তু তারপরেও মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন। 

তিন কাঠির নীচে রীতিমতো দুর্ভেদ্য হয়ে উঠেছেন তিনি। কার্যত, সঠিক সময়ে গোল ছেড়ে বেরিয়ে এসে দলের নিশ্চিত পতন রোধ করেন তিনি। শুধু তাই নয়, পাঠচক্রের ক্ষণবিভাগ অত্যন্ত সজাগ ছিল এই ম্যাচে। বারবার ইস্টবেঙ্গলের আক্রমণ আটকে যায় সেই শক্তিশালী ডিফেন্সের সামনে এসে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।