সংক্ষিপ্ত

আইএসএল-এর (ISL) লড়াইতে এখনও জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল (East Bengal)।

সেই ম্যাচ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। আর এবার রবসন রবিনহোকে নিয়ে পাওয়া গেল বড় আপডেট।

উল্লেখ্য, দলের নতুন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon) প্রথম থেকেই বেশ কয়েকটি বিষয়ে নজর দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল, ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলা। আর এর ফল মিলেছে ভুটানে গিয়ে। এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস এবং নেজমেহ এফসিকে পরাজিত করে ইস্টবেঙ্গল। গোটা দলের মধ্যে ফিরে আসে সেই আত্মবিশ্বাস।

তবে অস্কার দায়িত্বে আসলে আসন্ন ট্রান্সফার উইন্ডোতে যে দলের মধ্যে একাধিক বদল আসবে, তার ইঙ্গিত অনেক আগেই মিলেছিল। এবার সেই সম্ভাবনাই যেন আরও প্রবল হয়ে উঠেছে। সূত্রের খবর, দলের ব্রাজিলিয়ান তারকা ক্লেইটন সিলভাকে রিলিজ করে দিতে পারে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই শোনা যাচ্ছে, অপর এক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর (Robson Robinho) নাম। এমনিতেই তিনি বাংলাদেশের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছিলেন। আর ব্রুজো নিজেও একসময় এই দলের কোচ ছিলেন। সূত্রের খবর, আসন্ন ট্রান্সফার উইন্ডোতে সেই রবিনহোই আসতে পারেন ইস্টবেঙ্গলে।

কিন্তু কবে তাঁকে পাওয়া যাবে, তা নিয়েই চলছে জল্পনা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই মাসের পরেই ফ্রি-প্লেয়ার হয়ে যাবেন তিনি। আর তখনই তাঁকে সই করানোর মোক্ষম সময়। শোনা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে রবিনহোকে দলের নেওয়ার সম্ভাবনা প্রবল। তবে আদৌ ইস্টবেঙ্গল এই তারকা ফুটবলারকে সই করায় কিনা, তা সময় বলবে। কারণ, পুরো বিষয়টি এখনও চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।