East Bengal Transfer Update: আসছেন তিনি আসছেন! নাকি অন্য কোথাও হবে তাঁর ঠিকানা? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে লাল হলুদ সমর্থকদের মধ্যে।

East Bengal Transfer Update: বিগত বেশ কয়েকটি বছর ধরে দলের যা পারফরম্যান্স, তাতে সমর্থকদের মনে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত ফুটবল। কিন্তু সমর্থকদের স্বপ্ন কি সত্যি হবে? নতুন মরশুমে কি অন্য ইস্টবেঙ্গলকে (East Bengal) দেখা যাবে? 

এবার যেন সেইমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে (East Bengal Transfer News) লাল হলুদের অন্দরে। প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়। 

Scroll to load tweet…

কার্যত, দলের (team) অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে আবার ইতিমধ্যেই ক্লেইটন সিলভাকে ছেঁটে ফেলেছে ক্লাব (club)। শোনা যাচ্ছে, সল ক্রেসপো, মেসি বাউলি, হেক্টর ইউস্তে ও রিচার্ড সেলিসকেও ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)।

এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারা আসবেন? তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে (East Bengal Transfer Update)। আসলে টিম ম্যানেজমেন্ট (Team Management) এমন ফুটবলারদের (footballer) চাইছে, যারা দলকে ভরসা দিতে পারেন। আর সেই আবহেই, এবার আরও একটি নাম সামনে চলে এসেছে (east bengal transfer news in bengali)।

Scroll to load tweet…

শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা। সূত্রের খবর সেই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী ইস্টবেঙ্গল। তিনি হলেন মিগুয়েল ফিগুইরা (Miguel Figueira)। এই বিদেশি ফুটবলারটির দলে আসার সম্ভাবনা যেন ক্রমশই প্রবল হচ্ছে। 

কে এই মিগুয়েল ফিগুইরা? 

মূলত তিনি খেলেন মিডফিল্ড পজিশনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের (miguel bashundhara kings) হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন এই ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফুটবলারটি। মিডফিল্ডার হলেও ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনেও খেলতে সিদ্ধহস্ত মিগুয়েল ফিগুইরা। অর্থাৎ, মাঝমাঠ থেকে বল বাড়ানো এবং বিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারেন তিনি। যা আদতে লাল হলুদের জন্য ভীষণভাবেই কাজে আসতে পারে। তাছাড়া সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও বেশ ভালো খেলেন এই তরুণ ফুটবলারটি (east bengal new player update)। 

অন্যদিকে, বসুন্ধরাতে সই করার আগে তিনি খেলেছেন ব্রাজিলের ক্লাব গলাস এফসির হয়ে। স্বাভাবিকভাবেই, ক্লাব ফুটবল সম্পর্কে যথেষ্ট ভালো ধারণা রয়েছে মিগুয়েল ফিগুইরার। এদিকে গত মরশুমে বসুন্ধরা কিংস জার্সিতে তাঁর নামের পাশে রয়েছে ৫টি গোল এবং ৬টি অ্যাসিস্ট। সুতরাং, একটি বিষয় পরিষ্কার যে, এহেন একজন ফুটবলার দলে আসলে লাল হলুদের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে (east bengal new player)। 

সূত্র মারফৎ জানা যাচ্ছে, মিগুয়েলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি ক্লাবের তরফ থেকে। বাকিটা উত্তর দেবে সময়।

YouTube video player

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।