El Clasico:সান্তিয়াগো বার্নাবিউতে রবিবার, বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। বলা চলে, ঘরের মাঠে রীতিমতো দাপট দেখাল তারা।
El Clasico: এল ক্লাসিকোতে বাজিমাত রিয়াল মাদ্রিদের। নিঃসন্দেহে টানটান উত্তেজনার এই ম্যাচে খেলা বেশ উপভোগ্য হল (real madrid vs barca)। সান্তিয়াগো বার্নাবিউতে রবিবার, বার্সেলোনাকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। বলা চলে, ঘরের মাঠে রীতিমতো দাপট দেখাল তারা (el classico live)।
এল ক্লাসিকোতে জয় রিয়ালের
আর এই জয়ের ফলে, ১০ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানেই থাকল রিয়াল। এদিকে বার্সেলোনার ১০ ম্যাচ খেলে ২২ পয়েন্ট। এদিন ম্যাচের শুরু থেকেই যেন উত্তেজনা শুরু। একবার রিয়ালকে পেনাল্টি দিয়েও সিদ্ধান্ত প্রত্যাহার করলেন রেফারি। কারণ, VAR-এ দেখা যায় সেটি পেনাল্টি নয়। তারপর আবার অফসাইডে রিয়ালের একটি গোলও বাতিল হয়।
কিন্তু রিয়ালের আক্রমণের ঝাঁঝ একটুও কমেনি। বরং, আরও বেশি করে লাগাতার অ্যাটাক তুলে আনতে থাকে তারা। আর সেই সুবাদেই খেলার ২২ মিনিটে, বেলিংহ্যাম পাস বাড়ান কিলিয়ান এমবাপের দিকে। সেই পাস রিসিভ করেই অনবদ্য ফিনিশ করেন এমবাপে এবং রিয়াল ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে।
রিয়াল মাদ্রিদকে জেতালেন এমবাপে-ফারমিন জুটি
তবে পাল্টা আক্রমণ তুলে আনতে শুরু করে বার্সেলোনাও। তার ফল মেলে একটু বাদেই। ম্যাচের ৩৯ মিনিটে, বাঁ-প্রান্ত থেকে ফারমিনের দিকে পাস বাড়ান মার্কাস র্যাশফোর্ড। আর সেই পাস পেয়েই বাঁ পায়ের জোরালো শটে গোল করে যান ফারমিন। ম্যাচে সমতা ফেরায় বার্সেলোনা। খেলার ফলাফল তখন ১-১।
এরপর ৪৩ মিনিটে, বেলিংহ্যামের গোলে ফের একবার এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়েই। দ্বিতীয়ার্ধে এমবাপের নেওয়া পেনাল্টি বাঁচান বার্সেলোনার গোলকিপার উজসিয়েচ শেজ়নি। তারপর আর কোনও গোল হয়নি। বার্সেলোনা অনেক চেষ্টা চালায়। তবে শেষপর্যন্ত, নিজেদের ঘরের মাঠে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে এল ক্লাসিকো জিতে নেয় রিয়াল মাদ্রিদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
