FIFA Club World Cup 2025: জমে উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫। মার্কিন যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্টে লড়াই করছে লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। এই টুর্নামেন্টের নক-আউটে পৌঁছে গেলেন মেসিরা।
FIFA Club World Cup 2025: ফিফা ক্লাব বিশ্বকাপে নক-আউটে পৌঁছে গেল লিওনেল মেসির (Lionel Messi) ক্লাব ইন্টার মায়ামি (Inter Miami)। মঙ্গলবার ব্রাজিলের ক্লাব পালমেইরাসের (Palmeiras) বিরুদ্ধে ২-০ এগিয়ে থেকেও, শেষদিকে জোড়া গোল হজম করে ২-২ ড্র করলেন মেসিরা। ফলে তাঁরা গ্রুপ এ-তে ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেন। গ্রুপের শীর্ষে থাকল পালমেইরাস। ব্রাজিলের এই ক্লাবও ৩ ম্যাচ খেলে ৫ পয়েন্ট পেয়েছে। তবে কম গোল খাওয়ায় গ্রুপের শীর্ষে পালমেইরাস। এই ম্যাচের ১৬ মিনিটের মাথায় তাদিও অ্যালেন্ডের (Tadeo Allende) গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। প্রথমার্ধে আর গোল হয়নি। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান লুই সুয়ারেজ (Luis Suarez)। সেই সময় মনে হচ্ছিল, জয় পেতে চলেছেন মেসিরা। কিন্তু শেষ ১০ মিনিটে ঘুরে দাঁড়ায় পালমেইরাস। ৮০ মিনিটে ব্যবধান কমান পাওলিনহো (Paulinho)। এরপর ৮৭ মিনিটে সমতা ফেরান মরিসিও (Mauricio)। ব্রাজিলের ক্লাবের বিরুদ্ধে গোল পেলেন না মেসি। তাঁর দলও আটকে গেল।
ছিটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ
ইউরোপের প্রথম বড় ক্লাব হিসেবে চলতি ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup 2025) থেকে ছিটকে গেল স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। মঙ্গলবার গ্রুপ বি-র ম্যাচে ব্রাজিলের ক্লাব বোটাফোগোর (Botafogo) বিরুদ্ধে ১-০ জয় পেলেও, গ্রুপে তৃতীয় স্থানে থাকল অ্যাটলেটিকো। প্রথম ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জয়ী পিএসজি-র (PSG) কাছে ০-৪ হেরে যায় অ্যাটলেটিকো। দ্বিতীয় ম্যাচে মেজর লিগ সকারের (Major League Soccer) ক্লাব সিয়াটল সাউন্ডারস এফসি-কে (Seattle Sounders FC) হারানোর পর গ্রুপের শেষ ম্যাচেও জয় পেল দিয়েগো সিমিওনের (Diego Simeone) দল। কিন্তু তা সত্ত্বেও গোলপার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপে তৃতীয় স্থানে থাকল অ্যাটলেটিকো। গ্রুপের শীর্ষে থাকল পিএসজি। দ্বিতীয় স্থানে বোটাফোগো। গ্রুপের শেষ ম্যাচে সিয়াটলকে ২-০ হারিয়ে দিল পিএসজি।
পুরনো ক্লাবের বিরুদ্ধে লড়াই মেসির
ক্লাব বিশ্বকাপে নক-আউটে পৌঁছে যাওয়ার পর এবার পুরনো ক্লাব পিএসজি-র মুখোমুখি হচ্ছেন মেসি। এই ম্যাচ অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা এই ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


