FIFA Club World Cup: জোয়াও পেদ্রোর জোড়া গোলে সুবাদে, তাঁর প্রাক্তন দল ফ্লুমিনেন্সকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল চেলসি। ফাইনালে তারা খেলতে নামবে পিএসজি অথবা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
FIFA Club World Cup: মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে মঙ্গলবার, ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। এবার ফাইনাল জিতলে পুরস্কার হিসেবে তারা পাবে ১১৫ মিলিয়ন ডলার। জোয়াও পেদ্রোর জোড়া গোলে সুবাদে, তাঁর প্রাক্তন দল ফ্লুমিনেন্সকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল চেলসি। ফাইনালে তারা খেলতে নামবে পিএসজি অথবা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
বাস্তবেই যেন পেদ্রোর এক স্বপ্নের অভিষেক। অসাধারণ পারফরম্যান্সের মধ্যে ছিল প্রথম গোলটি। সুন্দরভাবে বাঁক খাওয়া শটে আসে প্রথম গোলটি এবং দ্বিতীয় গোলটি চেলসির জয়কে সূনিশ্চিত করে। ব্রাইটন থেকে সামার উইন্ডো ট্রান্সফারে আসা এই ব্রাজিলিয়ান তারকা তাঁর দলকে ইতিমধ্যেই বেশ ভালোভাবে সার্ভিস দিতে শুরু করেছেন।
রবিবার, ফাইনালে চেলসির প্রতিপক্ষ কে হবে, সেটা এখনও অজানা। সেটা পিএসজিো হতে পারে। আবার রিয়াল মাদ্রিদও হতে পারে। তবে ফাইনালে পৌঁছানোর গোলে, চেলসির পুরস্কারের অর্থের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ব্লুজদের জন্য আর্থিক লাভ
রিপোর্ট অনুযায়ী, ফাইনালে পৌঁছানোর জন্য চেলসি ন্যূনতম ১০৫ মিলিয়ন ডলার (৭৬.৪ মিলিয়ন পাউন্ড) নিশ্চিত হয়ে গেছে। এরপর রবিবার জয়ী হলে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে ১১৫ মিলিয়ন ডলার (৮৫.৪ মিলিয়ন পাউন্ড)। এই পুরস্কারের অর্থ জেমি গিটেন্স এবং লিয়াম ডেলাপের সম্মিলিত ট্রান্সফার ফির প্রায় সমান।
২০২১ চ্যাম্পিয়ন্স লিগের স্মৃতি
মজার বিষয় হল, গত ২০২১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ফলেই এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করে চেলসি। কিন্তু সেই দল থেকে বর্তমানে রিস জেমস ছাড়া আর কেউই নেই। আরও অবাক করার মতো বিষয় হল, ২০২১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসির হয়ে খেলা থিয়াগো সিলভা সেমিফাইনাল ম্যাচে ফ্লুমিনেন্সের হয়ে খেলেছেন।'কিন্তু এইসবের মাহেও বড় কথাটি হল, সেমিতে চেলসির জয় এবং ফাইনালে জায়গা পাকা করে নেওয়া।
কারণ, মঙ্গলবার ফ্লুমিনেন্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

