সংক্ষিপ্ত

বুধবার জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। সৌদি আরবের বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়েও যেভাবে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, জাপানের বিরুদ্ধে জার্মানিও একইভাবে হেরে গেল।

বুধবার গোটা বিশ্বকে চমকে দিয়ে জার্মানির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল জাপান। বিশ্বকাপের ময়দানে নিজেদের উদ্বোধনী ম্যাচেই জার্মানির মত প্রতিপক্ষকে জাপান ২-১ ব্যবধানে হারাবে তা কেউই ভাবতে পারেনি। তবে শুধু মাঠেই নয় গ্যালারিতেও বিশ্ববাসীর নজর কেড়েছে জাপানিরা। বিশ্বকাপের ম্যাচের পাশাপাশি মানবতার দিক থেকেও বিশ্ববাসীর মন জিতেছে জাপানিরা। খেলা শেষে সবাই যখন বাড়ি ফেরার পথে জাপানি সমর্থকদের তখন দেখা গেল অন্য ভূমিকায়। দলের হয়ে গলা ফাটানোর পাশাপাশি খেলা শেষে গ্যালারি পরিষ্কার করতেও দেখা গেল তাঁদের। খেলা উপভোগ করার পাশাপাশি যে স্টেডিয়াম পরিষ্কার করাও যে দর্শকদের কাজ তা বুঝিয়ে দিলেন তাঁরা।

মাঠে-বাইরে দু'দিকেই বিশ্ববাসীকে অবাক করলেন জাপানিরা। ৯০ মিনিট ধরে মাঠে নিজেদের চমকপ্রদ পারফর্ম্যান্স দিয়ে গোটা বিশ্বের নজর কাড়ল জাপানি ফুটবলাররা। পরের ঘন্টায় আবারও বিশ্বের নজর নিজেদের দিকে ঘোরালেন জাপানি সমর্থকরা। খেলা শেষে সবাই বাড়ি ফিরে গেলেও, নিজেদের নৈতিক কর্তব্য ভোলেননি জাপান সমর্থকরা। যদিও এই কাজ জাপানের প্রথম নয়, গতবারের বিশ্বকাপেও একই ভূমিকায় দেখা গিয়েছিল জাপান সমর্থকদের। এবারও তাঁদের কাজ মন জয় করেছে জাপান সমর্থকদের।

 

 

বুধবার জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দিল জাপান। সৌদি আরবের বিরুদ্ধে শুরুতে এগিয়ে গিয়েও যেভাবে ২-১ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা, জাপানের বিরুদ্ধে জার্মানিও একইভাবে হেরে গেল। ৩৩ মিনিটে ইলকে গুন্ডোগানের পেনাল্টি গোল খেয়ে পিছিয়ে পড়লেও, কোনও সময়ই হতোদ্যম হয়ে পড়েননি জাপানের ফুটবলাররা। টমাস মুলারদের আক্রমণ সামলে পাল্টা আক্রমণ করে যাচ্ছিল জাপান। তার ফলেই দ্বিতীয়ার্ধে এল জোড়া গোল। জার্মানির ফুটবলাররা গোল শোধ করার জন্যে অনেক চেষ্টা করেন। কিন্তু তাঁদের পক্ষে আর সমতা ফেরানো সম্ভব হয়নি। জাপানের ফুটবলাররা সবাই মিলে অসামান্য লড়াই করে জয় ছিনিয়ে নিলেন। জাপানের ফুটবলের ইতিহাসে এই জয় অন্যতম সেরা।

আরও পড়ুন - 

পিছিয়ে পড়েও জার্মানির বিরুদ্ধে ২-১ গোলে জয়, বিশ্বকাপে চমক জাপানের

দূরন্ত পারফর্ম্যান্সে নজর কাড়লেন এই গোলরক্ষক, চিনে নিন আর্জেন্টিনার বিরুদ্ধে সৌদি আরবের জয়ের আর এক নায়ক মোহাম্মদ আল-ওয়েস

এখনও আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে, আশাবাদী পাবলো জাবালেতা