বিশ্বকাপের দৌড় থেকে বিদায় কাতারের, ওয়েলশকে হারিয়ে নক-আউটের আশায় ইরান

কাতার বিশ্বকাপের ষষ্ঠ দিন ঘটনাবহুল হয়ে থাকল। পরপর ২ ম্যাচ হেরে গ্রুপের শেষ ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। ওয়েলশকে ২-০ গোলে হারিয়ে নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান। নেদারল্যান্ডসের সঙ্গে অসাধারণ লড়াই করে ১ পয়েন্ট ছিনিয়ে নিল ইকুয়েডর।

Share this Video

কাতার বিশ্বকাপের ষষ্ঠ দিন ঘটনাবহুল হয়ে থাকল। পরপর ২ ম্যাচ হেরে গ্রুপের শেষ ম্যাচের আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল কাতার। ওয়েলশকে ২-০ গোলে হারিয়ে নক-আউটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান। নেদারল্যান্ডসের সঙ্গে অসাধারণ লড়াই করে ১ পয়েন্ট ছিনিয়ে নিল ইকুয়েডর। ইংল্যান্ডকে আটকে দিল আমেরিকা। শুক্রবার প্রথম ম্যাচে ইরান-ওয়েলশ ম্যাচ শেষ হল নাটকীয়ভাবে। প্রথমার্ধে গোল হয়নি, দ্বিতীয়ার্ধেও গোল হচ্ছিল না। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই লাল কার্ড দেখেন ওয়েলশের গোলকিপার ওয়েন হেনেসি। ইরানের স্ট্রাইকার মেহদি তারেমিকে বক্সের বাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে মার্চিং অর্ডার পান ওয়েলশের গোলকিপার। এরপর ইনজুরি টাইমের ৮ ও ১১ মিনিটে পরপর ২ গোল করে ম্যাচ জিতে নেয় ইরান। বিশ্বকাপে এই প্রথম ইউরোপের কোনও দেশের বিরুদ্ধে জয় পেল ইরান। 

Related Video