FIFA World Cup 2026: সেই দেশগুলি হল উরুগুয়ে, কলোম্বিয়া এবং প্যারাগুয়ে। অর্থাৎ, আয়োজক তিনটি দেশকে নিয়ে এই মুহূর্তে মোট ১৬টি দেশ বিশ্বকাপে খেলার জন্য টিকিট নিশ্চিত করে ফেলল। 

FIFA World Cup 2026: আসছে ফুটবল বিশ্বকাপ। আগামী বছর গোটা বিশ্ব মেতে উঠবে ফুটবল জ্বরে। প্রসঙ্গত, লাতিন আমেরিকা থেকে আগেই তিনটি দেশ বিশ্বকাপের টিকিট পেয়ে গেছিল। এবার আরও তিনটি দেশ বৃহস্পতিবার, যোগ্যতা অর্জন করে ফেলল এই মেগা ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য। 

উরুগুয়ে ফুটবল দলের দায়িত্বে বর্তমানে রয়েছেন মার্সেলো বিয়েলসা

সেই দেশগুলি হল উরুগুয়ে, কলোম্বিয়া এবং প্যারাগুয়ে। অর্থাৎ, আয়োজক তিনটি দেশকে নিয়ে এই মুহূর্তে মোট ১৬টি দেশ বিশ্বকাপে খেলার জন্য টিকিট নিশ্চিত করে ফেলল। যোগ্যতা অর্জন পর্বের খেলায়, উরুগুয়ে ৩-০ গোলে পরাজিত করে পেরুকে। এই মুহূর্তে উরুগুয়ে ফুটবল দলের দায়িত্বে বর্তমানে রয়েছেন মার্সেলো বিয়েলসা। 

নিঃসন্দেহে তিনি আসার পর থেকেই যথেষ্ট উন্নতি করেছে উরুগুয়ে। বৃহস্পতিবার ম্যাচের ১৪ মিনিটে, উরুগুয়েকে প্রথমেই এগিয়ে দেন রদ্রিগো আগুইরে। এরপর জর্জিয়ো দে আরাস্কেতা গোল করে আরও ব্যবধান বাড়ান। তারপর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফেদেরিকো ভিনাস।

অন্য ম্যাচে কলোম্বিয়াও ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে বলিভিয়াকে। সেই ম্যাচে জেমস রদ্রিগেজ প্রথমে গোল করেন। এরপর দ্বিতীয় গোলটি আসে জন কর্দোবার পা থেকে এবং তৃতীয় গোলটি করেন জুয়ান ফার্নান্দো কুইন্তেরো। 

যোগ্যতা অর্জনকারী ১৬টি দেশ কোনগুলি?

উল্লেখ্য, বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জনের জন্য প্যারাগুয়ের মাত্র এক পয়েন্ট দরকার ছিল। ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে তারাও পৌঁছে গেল বিশ্বকাপের মূলপর্বে। তবে এখনও লাতিন আমেরিকা থেকে আরও একটি দেশের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ জিতে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে।

আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ১৬টি দেশ কোনগুলি? সেগুলি হল আমেরিকা, মেক্সিকো, কানাডা, জাপান, ইরান, জর্ডন, দক্ষিণ কোরিয়া, উজ়‌বেকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজ়িল্যান্ড, আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, কলম্বিয়া এবং প্যারাগুয়ে।

অর্থাৎ, এবার আরও তিনটি দেশ বৃহস্পতিবার, যোগ্যতা অর্জন করে ফেলল এই মেগা ফুটবল প্রতিযোগিতায় খেলার জন্য। সেই দেশগুলি হল উরুগুয়ে, কলোম্বিয়া এবং প্যারাগুয়ে। অর্থাৎ, আয়োজক তিনটি দেশকে নিয়ে এই মুহূর্তে মোট ১৬টি দেশ বিশ্বকাপে খেলার জন্য টিকিট নিশ্চিত করে ফেলল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।