গ্রুপের শেষ ম্যাচে সামনে পোল্যান্ড, জিতে নক-আউটে যাওয়ার লক্ষ্যে মেসিরা

মেক্সিকোকে হারিয়ে নক-আউটে যাওয়ার লড়াইয়ে ফিরে এসেছে আর্জেন্টিনা। বুধবার রাতে শেষ ম্যাচে মেসিদের প্রতিপক্ষ পোল্যান্ড। নক-আউটে যেতে হলে এই ম্যাচ জিততেই হবে মেসিদের। গ্রুপ সি থেকে কোন ২ দল নক-আউটে যাবে, সেটা শেষ ম্যাচের ফলের উপরেই নির্ভর করছে।

Share this Video

পোল্যান্ডের বিরুদ্ধেও গত ম্যাচের প্রথম একাদশই অপরিবর্তিত রাখছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। গত ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে নিকোলাস ওটামেন্ডির সঙ্গে খেলেন লিজান্দ্রো মার্টিনেজ। এই ২ সেন্টার ব্যাক বেশ ভাল পারফরম্যান্স দেখান। সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার রক্ষণে ফাঁকফোকর দেখা গিয়েছিল। তবে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ভাল পারফরম্যান্স দেখায় আর্জেন্টিনার রক্ষণ। মেসির সঙ্গে আক্রমণে থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও লটারো মার্টিনেজ। শুরুতেই গোল করা লক্ষ্য থাকবেন মেসিরা।

Related Video