নিয়মরক্ষার ম্যাচে সামনে ক্যামেরুন, এখন চোট এড়ানোই লক্ষ্য ব্রাজিলের

গ্রুপের শেষ ম্যাচকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিলের কোচ তিতে। এই ম্যাচেও জয়ই তাঁর লক্ষ্য। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল, দলের আর কেউ যেন নতুন করে চোট না পান। নক-আউটের আগে দলের সবাই যাতে ফিট থাকেন, সেটা নিশ্চিত করতে চান তিতে।

Share this Video

ক্যামেরুন ম্যাচে প্রথম একাদশের বেশিরভাগে ফুটবলারকেই না খেলানোর সিদ্ধান্ত নিয়ছেন ব্রাজিলের কোচ। দলের গুরুত্বপূর্ণ সদস্যদের চোটমুক্ত রাখা এবং যে ফুটবলাররা নিয়মিত প্রথম একাদশে থাকার সুযোগ পাচ্ছেন না তাঁদের দেখে নেওয়াই তিতের উদ্দেশ্য। ক্যামেরুনের বিরুদ্ধে নিয়মিত গোলকিপার অ্যালিসন বেকারকে প্রথম একাদশে রাখা হবে না। তাঁর বদলে খেলবেন এডারসন। ব্রাজিলের রক্ষণেও বদল হবে। সেন্টার-ব্যাক এডার মিলিতাওয়ের সঙ্গে খেলবেন গ্লেইসন ব্রেমার। রাইট ব্যাকে খেলবেন অভিজ্ঞ ড্যানি আলভেজ। লেফট ব্যাকে খেলবেন অ্যালেক্স টেলস। মিডফিল্ডেও বদল হবে। প্রথম একাদশে আসবেন ব্রুনো গিমারেজ। আক্রমণভাগেও বদল হবে। ভিনিসিয়াস জুনিয়রের পরিবর্তে প্রথম একাদশে থাকবেন রডরিগো। গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্টিনেলিও প্রথম একাদশে থাকবেন। এছাড়া প্রথম একাদশে থাকতে পারেন অ্যান্টনি।

Related Video