নেইমারের পরিবর্তে খেলতে পারেন ফ্রেড, সোমবারই নক-আউট নিশ্চিত করতে চায় ব্রাজিল
প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে অসাধারণ ফুটবল সারা বিশ্বের মন জয় করেছে। সোমবার দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। এই ম্যাচ জিতলেই নক-আউটের দরজা খুলে যাবে। সেই লক্ষ্যেই মাঠে নামছেন রিচার্লিসন, রাফিনহারা।
প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে অসাধারণ ফুটবল সারা বিশ্বের মন জয় করেছে। সোমবার দ্বিতীয় ম্যাচে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ব্রাজিল। এই ম্যাচ জিতলেই নক-আউটের দরজা খুলে যাবে। সেই লক্ষ্যেই মাঠে নামছেন রিচার্লিসন, রাফিনহারা। গোড়ালির চোটের জন্য নেইমার গ্রুপ পর্যায়ের আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না। ফলে তাঁকে ছাড়াই নামতে হবে ব্রাজিলকে। নেইমারের পরিবর্তে দলে আসতে পারেন ফ্রেড। রাইট ব্যাক ড্যানিলোও চোট পেয়েছেন। তিনিও গ্রুপের আর কোনও ম্যাচ খেলতে পারবেন না। তাঁর বদলে খেলার সুযোগ পেতে পারেন অভিজ্ঞ ডিফেন্ডার ড্যানি আলভেজ।