বুধবার রাতে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে এগোচ্ছেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুরা। ফাইনালে ওঠার পথে আর একটিমাত্র ধাপ বাকি। তবে সেই বাধা পেরনো সহজ হবে না। এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমি ফাইনালে উঠে এসেছে হাকিম জিয়েচ, ইয়াসিন বোনোর মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি ফাইনাল খেলছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দিয়েছে মরক্কো। ফলে ফ্রান্সকে সতর্ক থাকতেই হচ্ছে। সহজে ম্যাচ ছাড়বে না মরক্কো। ফ্রান্সকে জিততে হলে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে।