রবিবার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স-আর্জেন্টিনা লড়াই। পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে ফ্রান্স।
FIFA WC 2022 Live Updates: মরক্কোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স
বুধবার রাতে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোর মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। পরপর ২ বার বিশ্বকাপ জেতার লক্ষ্যে এগোচ্ছেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরুরা। ফাইনালে ওঠার পথে আর একটিমাত্র ধাপ বাকি। তবে সেই বাধা পেরনো সহজ হবে না। এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে সেমি ফাইনালে উঠে এসেছে হাকিম জিয়েচ, ইয়াসিন বোনোর মরক্কো। আফ্রিকার প্রথম দল হিসেবে সেমি ফাইনাল খেলছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দিয়েছে মরক্কো। ফলে ফ্রান্সকে সতর্ক থাকতেই হচ্ছে। সহজে ম্যাচ ছাড়বে না মরক্কো। ফ্রান্সকে জিততে হলে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে।
- FB
- TW
- Linkdin
৭৯ মিনিটে উসমানে ডেম্বেলের পরিবর্ত হিসেবে মাঠে নামার ৪৪ সেকেন্ডের মধ্যে গোল করলেন র্যান্ডাল কোলো মুয়ানি। মরক্কোর বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ফ্রান্স।
মরক্কো-ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এখনও ১-০ গোলে এগিয়ে ফ্রান্স।
বিশ্বকাপ সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। চলছে দ্বিতীয়ার্ধের খেলা।
বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স।
মরক্কোর বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স। চলছে প্রথমার্ধের খেলা।
৫ মিনিটের মাথায় থিও হার্নান্ডেজের গোলে মরক্কোর বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ফ্রান্স।
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনালে মরক্কো-ফ্রান্স ম্যাচ শুরু হয়ে গেল।
ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টা থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমি ফাইনাল।
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫ গোল করেছেন। তাঁরা গোল্ডেন বুটের লড়াইয়ে সবার আগে।
নতুূন ক্লাবে যোগ দেওয়া নিয়ে জল্পনার মধ্যেই পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে তিনি একাই অনুশীলন করেছেন।
একসময় ক্লাব দলে সতীর্থ ছিলেন ফ্রান্সের স্ট্রাইকার অলিভিয়ের জিরু ও মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই। প্রাক্তন সতীর্থর প্রশংসা করেছেন মরক্কোর কোচ।
ইতালি ও ব্রাজিল ছাড়া আর কোনও দল পরপর ২ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই লক্ষ্যে এগোচ্ছে ফ্রান্স।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত। তাঁকে ফিওরেন্টিনা থেকে দলে নিতে চাইছে লিভারপুল।
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে সবাই আর্জেন্টিনার হার চাইছিল। ফলে সারা বিশ্বের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে, বললেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
এবারের বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড। এবার তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারের কোনও দলে যোগ দিতে চাইছেন।
২০২৪ সালে পরবর্তী ইউরো কাপ খেলতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে চান তিনি।
এবারের বিশ্বকাপ শেষ হওয়ার পর আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে।
২০১৪ সালের পর ফের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা। সেমি ফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।
নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিচ্ছে বেলজিয়ামের ফুটবল সংস্থা।