বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ হল রবিবার। পেনাল্টি, হ্যাটট্রিক, অসাধারণ ফিল্ড গোল, সবই দেখতে পেলেন দর্শকরা। হ্যাটট্রিক করলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এই ম্যাচের ট্র্যাজিক নায়ক তিনি। ১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছিলেন জিওফ হার্স্ট। এরপর এই প্রথম কোনও ফুটবলার বিশ্বকাপ ফাইনালে হ্য়াটট্রিক করলেন। এদিন জোড়া গোল করলেন লিওনেল মেসি। জীবনের শেষ বিশ্বকাপে কাপ উঠল তাঁর হাতে। যা তাঁর কাছে মধুর স্মৃতি। কাতের উত্তেজনার রেশ পৌঁছেছিল ভারতেও। রাতভর হুল্লোড় চলে এই দেশেও। আর্জেন্টিনার সমর্থকরা তুমুল উৎসাহী হয়। ফ্রান্সের ভক্তরা হতাশ হয়।