সংক্ষিপ্ত
কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর থেকেই বিশ্বজুড়ে বন্দিত হচ্ছেন লিওনেল মেসি। শুধু ফুটবল দুনিয়ারই নয়, অন্যান্য ক্ষেত্রের বিখ্য়াত ব্যক্তিরাও মেসির পারফরম্যান্সে মুগ্ধ।
আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির পারফরম্যান্স ও আচরণে মুগ্ধ সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ। তাঁর সঙ্গে মেসির পার্থক্য বিস্তর। তিনি বরাবরই বিতর্কিত চরিত্র। টেনিস কোর্টে তাঁর আগ্রাসী মেজাজ দেখা যায়। গতবার করোনাভাইরাসের টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ। তাঁর অস্ট্রেলিয়ার ওপেনে যোগ দেওয়া নিয়ে বিস্তর নায়ক হয়। শেষপর্যন্ত অবশ্য বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে খেলা হয়নি জকোভিচের। এবার অবশ্য তিনি অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। এখন সেই প্রতিযোগিতার জন্যই প্রস্তুতি নিচ্ছেন জকোভিচ। এরই ফাঁকে তিনি মেসির প্রতি মুগ্ধতার কথা জানিয়েছেন। এই টেনিস তারকা বলেছেন, 'আমি সত্যিই ভাগ্যবান যে বিশ্বকাপ ফাইনাল দেখতে স্টেডিয়ামে হাজির ছিলাম। অনেকেই বলছেন, এটাই বিশ্বকাপ ফাইনালে সর্বকালের সেরা ম্যাচ। কী অসাধারণ পরিসমাপ্তি হল এই ম্যাচের। আর্জেন্টিনা যেভাবে জয় পেয়েছে, যেভাবে আর্জেন্টিনার ফুটবলারদের দেশে স্বাগত জানানো হয়েছে, সেটা অসাধারণ। একজন ক্রীড়াপ্রেমী এবং একজন ফুটবলপ্রেমী হিসেবে আমি মেসির গুণের কদর করি। আমি ওকে প্রচণ্ড শ্রদ্ধা করি।'
মেসির প্রশংসা করে জকোভিচ আরও বলেছেন, 'আমার মনে হয়, বিশ্বের বেশিরভাগ মানুষই মেসির এই সাফল্যে খুশি। ও যেটা করতে পেরেছে, সেটা সবারই ভাল লাগছে। ও এত বিনয়ী, এত অনাড়ম্বর, সেটা সবারই ভাল লাগে। সাফল্য পেয়েও মেসি কখনও তাতে ভেসে যায় না। এত বছর ধরে যে শিশুরা ওকে দেখছে, তাদের সবার সামনেই ও আদর্শ হয়ে উঠেছে। বাচ্চারা ওর মতোই হতে চায়।'
সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এবারের বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারকেও অভিনন্দন জানিয়েছেন জকোভিচ। তিনি লিখেছেন, 'অত্যন্ত সফলভাবে বিশ্বকাপ আয়োজন করার জন্য় কাতারকে অভিনন্দন জানাই। ফাইনাল ম্যাচে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এটাই আমার দেখা অন্যতম সেরা ফুটবল ম্যাচ। এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অভিনন্দন আর্জেন্টিনা।'
এবারের বিশ্বকাপ ফাইনালে টানটান লড়াই হয়। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে। আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপে। এরপর অতিরিক্ত সময়ে ফের গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। কিন্তু দ্বিতীয়বার সমতা ফেরান এমবাপে। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪-২ গোলে জিতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
আরও পড়ুন-
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে সল্ট বে-এর আচরণ ঘিরে বিতর্ক, ফিফার নজরে তুর্কি শেফ
হাসপাতালেই কাটবে বড়দিন, ক্রমশ আরও জটিল হচ্ছে পেলের শারীরিক অবস্থা
এক মিনিট নীরবতা পালন, বিশ্বকাপ ফাইনালের পর এমবাপেকে ব্যঙ্গ এমিলিয়ানোর