পেলের প্রতি সম্মান জানিয়ে কালো আর্মব্যান্ড পরে খেলবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলি।
Demise of Pele Live Updates: পেলে কোনওদিন আমাদের ছেড়ে যাবেন না, শোকবার্তা কাফুর
৮২ বছর বয়সে প্রয়াত হলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তিনি প্রয়াত হয়েছেন। গত ২৯ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন। এক মাস হাসপাতালে থাকার পর তিনি প্রয়াত হলেন। বড়দিনের ঠিক আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে রাতে পেলের পাশেই থাকতে শুরু করেন। তখন থেকেই বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ে। এরই মধ্যে কয়েকটি সংবাদমাধ্যম দাবি করে, পেলে প্রয়াত হয়েছেন। যদিও সেই সময় পেলের পরিবারের সদস্যরা সেই দাবি অস্বীকার করেন। তবে শেষপর্যন্ত প্রয়াত হলেন পেলে।
- FB
- TW
- Linkdin
পেলের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ব্রাজিলের স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসের।
শান্তিতে বিশ্রাম নিন পেলে, সোশ্যাল মিডিয়া পোস্ট ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির।
পেলে যেমন সর্বকালের অন্যমত সেরা ফুটবলার, তেমনই মহম্মদ আলি সর্বকালের সেরা বক্সার। এই ২ ক্রীড়াবিদের পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা ছিল।
পেলের প্রয়াণের কারণ হিসেবে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল। মনে করা হচ্ছে, কেমোথেরাপি কাজ না করা, কিডনি ও হার্টের সমস্যার কারণেই প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার।
পেলের উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে, শোকবার্তায় বললেন ব্রাজিলের প্রাক্তন তারকা রোনাল্ডো।
সোমবার স্থানীয় সময় অনুযায়ী সকাল ১০টা থেকে স্যান্টোস এফসি-র স্টেডিয়ামে রাখা থাকবে পেলের দেহ। সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন ফুটবলপ্রেমীরা।
ব্রাজিলের প্রাক্তন অধিনায়ক কাফু বলেছেন, ‘পেলে প্রয়াত, এই খবর ঠিক নয়। পেলে কোনওদিন আমাদের ছেড়ে চলে যাবেন না। পেলে চিরকালীন। পেলে রাজা। পেলে অনন্য। তিনি শুধু একটু বিশ্রামে গিয়েছেন।’
পেলের প্রতি শ্রদ্ধা জানাল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।
পেলের সঙ্গে সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন শোনা যাক না কেন, তাঁর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন দিয়েগো মারাদোনা। তিনি পেলেকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছিলেন।
পেলে চিরকালীন, প্রয়াত কিংবদন্তির প্রয়াণে শোকবার্তা ব্রাজিল ফুটবল ফেডারেশনের।
বিশ্বের প্রথম সুপারস্টার ছিলেন পেলে, প্রয়াত কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্তা উয়েফার।
পেলেকে জাদুকর এবং বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ বলে উল্লেখ করলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ। তিনি প্রয়াত ফুটবল-সম্রাটের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন।
প্রয়াত কিংবদন্তি পেলের প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রাক্তন বক্সার মাইক টাইসন।
পেলের মা সেলেস্তে আরান্তেসের বয়স এখন ১০০ বছর। তিনি অসুস্থ। এরই মধ্যে পেলের প্রয়াণের খবরে তিনি শোকস্তব্ধ।
পেলে সর্বকালের সেরা ফুটবলার, বার্তা ইংল্যন্ডের প্রাক্তন ফুটবলার জিওফ হার্স্টের।
পেলে ছিলেন সত্যিকারের অনুপ্রেরণা, শোকবার্তা ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের।
পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হল ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমারকে।
শান্তিতে বিশ্রাম নিন রাজা পেলে, শোকবার্তা পর্তুগালের প্রাক্তন ফুটবলার লুই ফিগোর।
ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গিয়েছেন তবে তাঁর উত্তরাধিকার থেকে যাবে। পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট কিলিয়ান এমবাপের।