Football Tournament: এই মেগা প্রতিযোগিতার উদ্যোগে ছিলেন বাম যুবরা।সেখানেই উপস্থিত ছিলেন বঙ্গ তথা ভারতীয় ফুটবলের এই তারকারা (football tournament kolkata)।

Football Tournament: ফুটবল মানেই উত্তেজনা। আর এই টানটান উত্তেজনার ম্যাচ এবার পাড়ার মাঠে (football tournament kolkata)। ঢাকুরিয়ার তনুপুকুর মাঠে রবিবার, অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট ফুটবল প্রতিযোগিতা (dyfi football tournament kolkata)।

এই মেগা প্রতিযোগিতার উদ্যোগে ছিল বাম যুব সংগঠন DYFI

উল্লেখ্য, আগামী ২১-২৬ জুন, বাম যুব সংগঠন DYFI-এর রাজ্য সম্মেলন রয়েছে বহরমপুরে। তাকে সামনে রেখেই DYFI কলকাতা জেলার উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সেখানেই উপস্থিত ছিলেন বঙ্গ তথা ভারতীয় ফুটবলের এই তারকারা। প্রাক্তন হলেও ফুটবলপ্রেমে যে তাদের এতটুকু মরচে পড়েনি, তার প্রমাণ আবারও পাওয়া গেল। বাম যুবদের উৎসাহ দিতে এদিন সোজা মাঠে পৌঁছে যান রহিম নবি, মেহতাব হুসেন, অসীম বিশ্বাস এবং আলভিটো ডি কুনহারা।

সমগ্র কলকাতা জেলা থেকে DYFI-এর একাধিক আঞ্চলিক কমিটি মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয়।  সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এদিন একটি মিক্সড জেন্ডার ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। সেই দুটি দলের নাম রাখা হয় তিলোত্তমা এবং ইলা মিত্র ফুটবল দল।

এদিন খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন আলভিটো এবং মেহতাবরা

শুধু তাই নয়, মাইক হাতে ফুটবলারদের উৎসাহও দিতে দেখা যায় তাদের। অন্যদিকে, রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর মধুছন্দা দেব সহ অন্যান্য বাম নেতৃত্ব।

YouTube video player

এই প্রতিযোগিতার ফাইনালে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কালীঘাট-সাহানগর ফুটবল দল। রুদ্ধশ্বাস সেই ফাইনালে শেষপর্যন্ত, টাইব্রেকারে জয় পায় কালীঘাট-সাহানগর ফুটবল টিম। 

সবথেকে বড় বিষয়, প্রতিযোগিতাতে আসা বিশিষ্ট মানুষদের জন্য যে বসার জায়গা করা হয়েছিল, তার দুদিকে লাগানো ছিল বিশ্ব ফুটবলের দুই তারকার ছবি। একদিকে ছিলেন পেলে এবং অন্যদিকে ছিলেন মারাদোনা। 

সবমিলিয়ে বলা চলে, কলকাতার বুকে একটি জমজমাট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করলেন বাম যুবরা। প্রসঙ্গত, একটি বিশেষ কথা তাদের পোস্টারে মাঝে মাঝেই দেখা যায়, ‘হেঁটেও আছি, নেটেও আছি।' এবার কি তাহলে মাঠেও আছেন তারা? অর্থাৎ, আগামীদিনে যুবক-যুবতীদের সংগঠনের প্রতি আকৃষ্ট করতে কি এইরকম প্রতিযোগিতা আরও বেশি করে আয়োজন করবেন তারা? সেই উত্তর দেবে সময়। 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।