সংক্ষিপ্ত
মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির চুক্তির কথা এখনও সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে মেসিকে নিয়ে নতুন করে দল সাজাচ্ছে ইন্টার মায়ামি।
বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সের্জিও বুস্কেটসের সঙ্গে ফের একই দলে খেলবেন লিওনেল মেসি। তাঁরা বার্সেলোনার প্রাক্তন কোচ তাতা মার্টিনোকেও নতুন দলে পাচ্ছেন। বার্সেলোনা ছাড়াও আর্জেন্টিনার জাতীয় দলের কোচ হিসেবে মার্টিনোকে পেয়েছিলেন মেসি। ফের তাঁরা একই দলে যোগ দিতে চলেছেন। মার্টিনোর সঙ্গে মেসির সম্পর্ক খুবই ভালো। ফলে তাঁরা একই দলে থাকলে ভালো ফল হবে বলে আশায় ইন্টার মায়ামির কর্তারা। কয়েকদিনের মধ্যেই প্রধান কোচ হিসেবে মার্টিনোর নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। এর আগে ইন্টার মায়ামির প্রধান কোচ ছিলেন অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামের ঘনিষ্ঠ বন্ধু ও ইংল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ফিল নেভিল। তাঁর কোচিংয়ে দলের পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি। লিগ টেবলে সবার শেষে ইন্টার মায়ামি। সেই কারণেই নেভিলকে বিদায় নিতে হয়েছে। এবার মেসি, বুস্কেটস ও মার্টিনোকে নিয়ে নতুন করে দল সাজাচ্ছে ইন্টার মায়ামি।
শনিবার সরকারিভাবে মেসির সঙ্গে চুক্তির কথা ঘোষণা করতে পারে ইন্টার মায়ামি। ১৬ জুলাই ক্লাবের ঘরের মাঠে সমর্থকদের সামনে মেসি ও বুস্কেটসকে হাজির করতে পারে মেজর লিগ সকারের এই দল। ২১ জুলাই ক্রাজ আজালের বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে মেজর লিগ সকারে মেসির অভিষেক হতে পারে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের আগ্রহ দেখা যাচ্ছে।
এখন মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে ১৮ ম্যাচ খেলে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে ইন্টার মায়ামি। মেসি, বুস্কেটস ও মার্টিনো যোগ দেওয়ার পর দলের ফল ভালো হবে বলে আশায় ইন্টার মায়ামির কর্তা ও সমর্থকরা। মেসি, বুস্কেটস ও মার্টিনোর পাশাপাশি বার্সেলোনার প্রাক্তন লেফট ব্যাক জর্ডি আলবাকেও দলে নেওয়ার চেষ্টা করছে ইন্টার মায়ামি।
গত ম্যাচে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গিয়েছে ইন্টার মায়ামি। হোম ম্যাচে সহজেই ৪-১ গোলে জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। গোল করেছেন জ্যাকব গ্লেজনেজ, জুলিয়ান ক্যারানজা। রুইজ আত্মঘাতী গোল করেন। ইন্টার মায়ামির হয়ে একমাত্র গোল করেন রবার্ট টেলর।
মেসি জানিয়েছেন, ফুটবলে সব ট্রফি জিতে নিয়েছেন বলে তাঁর আর জয়ের খিদে নেই। তবে তিনি যে দলেই খেলুন না কেন, ফুটবলপ্রেমীরা সবসময়ই চান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র ভালো পারফরম্যান্স দেখান। মেসির দল লিগ টেবলে সবার শেষে থাকবে, এটা কারও পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন-
লিওনেল মেসির খেলা দেখতে পাড়ি দিলেন ১,২০০ কিলোমিটার, ফিরতে হল হতাশ হয়ে
৩ বছরের চুক্তি ঘোষণা, মোহনবাগানে অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেসন কামিংস
Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত