Nandhakumar Sekar: কলকাতা ডার্বিতে (Kolkata Derby) ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে একাধিকবার গোল করেছেন নন্দকুমার শেখর। কিন্তু এবার তিনি খেলার সুযোগ পাচ্ছেন না। তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।

DID YOU
KNOW
?
কলকাতা ডার্বির নায়ক
কলকাতা ডার্বিতে একাধিকবার গোল করেছেন নন্দকুমার শেখর। তবে তিনি এখন আর খেলার সুযোগ পাচ্ছেন না।

East Bengal FC: ডুরান্ড কাপের (Durand Cup 2025) পরেই ইস্টবেঙ্গল দলে বদলের হাওয়া। সোমবারই ঘোষণা করা হয়েছে, গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকসের (Dimitrios Diamantakos) সঙ্গে যৌথ সম্মতিতে বিচ্ছেদ হয়েছে। এরপর জল্পনা চলছে নন্দকুমার শেখরকে (Nandhakumar Sekar) নিয়ে। এই উইঙ্গার গত মরসুম থেকেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তিনি প্রথম একাদশে নিজের জায়গা হারিয়েছেন। চলতি মরসুমে খেলারই সুযোগ পাচ্ছেন না। লাল-হলুদ শিবির সূত্রে জানা গিয়েছে, প্রধান কোচ অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) পছন্দের খেলোয়াড় নন নন্দকুমার। এই কারণেই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। নন্দকুমারের পরিবর্তে কোনও ভারতীয় ডিফেন্ডারকে দলে নেওয়ার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। বিশেষ করে রাইট ব্যাক ও সেন্ট্রাল ডিফেন্ডারকে পেলে অস্কারের দলে ভারসাম্য আসতে পারে। সেই চেষ্টাই করা হচ্ছে।

কলকাতা ডার্বির দুই নায়কেরই বিদায়!

কিছুদিন আগেই ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে (Kolkata Derby) জোড়া গোল করেন দিমিত্রিওস। এর কিছুদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হল। একাধিকবার কলকাতা ডার্বিতে গোল করেছেন নন্দকুমার। তাঁর গোলেই ২০২৩ সালের ডুরান্ড কাপে গ্রুপ লিগে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে জয় পায় ইস্টবেঙ্গল। চার বছর পর কলকাতা ডার্বিতে জয় পায় লাল-হলুদ ব্রিগেড। এরপর কলিঙ্গ সুপার কাপেও (2024 Indian Super Cup) মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধেও গোল করেন নন্দকুমার। কিন্তু এরপর তিনি ফর্ম হারান। এই কারণেই এবার তাঁকেও ছেড়ে দেওয়া হতে পারে।

নতুন ডিফেন্ডার পাবে ইস্টবেঙ্গল?

অস্কার ভারতীয় ডিফেন্ডারের খোঁজ করলেও, তিনি কাঙ্খিত ডিফেন্ডার পাবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। শোনা যাচ্ছিল, নিখিল পুজারি (Nikhil Poojary) ইস্টবেঙ্গলে ফিরতে পারেন। কিন্তু তিনি পুরনো দলে আসছেন না বলে জানা গিয়েছে। ফলে এখন নতুন ডিফেন্ডারের খোঁজ করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। নির্ভরযোগ্য রাইট ব্যাক হিসেবে আছেন একমাত্র মহম্মদ রাকিপ। তাঁর বিকল্প ফুটবলারের খোঁজ চলছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।