IFA Shield: তার উপর ভিত্তি করেই এবার, আইএফএ সচিব অনির্বাণ দত্ত ঐ সময়সীমা বাড়িয়ে দিয়েছেন আরও দুদিন। জানা যাচ্ছে, আইএফএ-র কাছে একাধিক মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি এসে পৌঁছয়।
IFA Shield: আইএফএ শিল্ড শুরু হওয়ার আগেই বিতর্ক! আসন্ন শিল্ড নিয়ে বৃহস্পতিবার, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ-র (ifa shield 2025 schedule)। কিন্তু মোহনবাগান সমর্থকরা একটি আবেদন জানিয়েছেন।
মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি এসে পৌঁছয়
তার উপর ভিত্তি করেই এবার, আইএফএ সচিব অনির্বাণ দত্ত ঐ সময়সীমা বাড়িয়ে দিয়েছেন আরও দুদিন। জানা যাচ্ছে, আইএফএ-র কাছে একাধিক মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি এসে পৌঁছয়।
তারা অনুরোধ করে যে, যেহেতু মোহনবাগান এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি, তাই তাদের ক্লাবের জন্য যেন একটি স্লট রাখা হয়। সেইসব চিঠি পেয়েই আইএফএ সচিব বলেন, তাঁকে উদ্দেশ্য করে সেই চিঠিগুলি লেখা হয়েছে। তাই আইএফএ আরও দুদিন অপেক্ষা করবে মোহনবাগানের জন্য।
তবে এখনও পর্যন্ত, সবুজ মেরুন আদৌ শিল্ড খেলবে কি না, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। আসলে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কিছুই বলা হয়নি। বুধবার, মহামেডান কর্তারা জানান, তাদের দল শিল্ড খেলার মতো জায়গাতেই নেই (ifa shield 2025)।
শিল্ড সঠিক সময়েই হবে?
এরপরেই দ্রুত মহামেডানের কার্যকরী সভাপতি কামারুদ্দিনের সঙ্গে কথা বলেন আইএফএ সচিব। তারপর পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়। জানা গেছে, মহামেডান কর্তারা শনিবার পর্যন্ত সময় চেয়েছেন। ডায়মন্ডহারবার এফসি অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে, তারা এই টুর্নামেন্টে খেলবে না।
আপাতত ইস্টবেঙ্গল এবং গোকুলাম এফসি কেরালা আইএফএ শিল্ড খেলবে বলে জানিয়ে দিয়েছে। অপরদিকে, আইএসএল-এর দুটি দল বেঙ্গালুরু এফসি এবং পাঞ্জাব এফসির সঙ্গে কথা চলছে আইএফএ-র। তাদের তরফ থেকেও এখনও কোনও উত্তর পাওয়া যায়নি। কিন্তু শিল্ড সঠিক সময়ে হবে বলেই দাবি আইএফএ-র।
কিন্তু মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি পাওয়ার পরেই, আরও দুদিন অপেক্ষা করছে আইএফএ। একাধিক মোহনবাগান ফ্যান ক্লাবের তরফ থেকে চিঠি এসে পৌঁছয়। তারা অনুরোধ করে যে, তাদের ক্লাবের জন্য যেন একটি স্লট রাখা হয়। সেইসব চিঠি পেয়েই আইএফএ সচিব জানান, আইএফএ আরও দুদিন অপেক্ষা করবে মোহনবাগানের জন্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

