সংক্ষিপ্ত

চোটের জন্য দলের একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলার মাঠের বাইরে থাকলেও, বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এফসি-কে সহজেই হারিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট।

এফসি গোয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে পাঞ্জাব এফসি-কে হারিয়ে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ জয় পেল হোসে মলিনার দল। জোড়া গোল করলেন স্প্যানিশ সেন্টার ব্যাক আলবার্তো রডরিগেজ মার্টিন। অপর গোল করলেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। পাঞ্জাব এফসি-র হয়ে গোল করেন রিকি শ্যাবং। দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পাঞ্জাব এফসি-র আর্জেন্টাইন উইঙ্গার ইজেকুইয়েল ভিদাল। ফলে সংযোজিত সময় মিলিয়ে প্রায় ৪৫ মিনিট ১০ জনে খেলতে বাধ্য হয় পাঞ্জাব এফসি। এরই সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট।

দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের রং

এদিন ম্যাচের শুরুতেই পাঞ্জাব এফসি-কে এগিয়ে দেন রিকি। লেফট উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়ে আশিস রাইকে টপকে ডান পায়ের জোরালো শটে মোহনবাগান সুপার জায়ান্টের গোলকিপার বিশাল কাইথকে হার মানান রিকি। প্রথমার্ধের শেষে ১-০ এগিয়েছিল পাঞ্জাব। ৪৮ মিনিটেই ম্যাচের রং বদলে যায়। জেসন কামিংসের কর্নার কিক থেকে হেডে গোল করে সমতা ফেরান আলবার্তো। এরপর ৫১ মিনিটে লিস্টন কোলাসোকে ফাউল করার জন্য প্রথমে হলুদ কার্ড দেখেন ভিদাল। তিনি রেফারির সঙ্গে তর্ক করার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সবুজ-মেরুন ব্রিগেডকে এগিয়ে দেন ম্যাকলারেন। লাল কার্ডের মতো পেনাল্টির ঘটনাও বিতর্কিত। বক্সের মধ্যে ঢুকে নিজেই লাফিয়ে পড়েন অনিরুদ্ধ থাপা। রেফারি কাছেই ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন। এরপর ৬৯ মিনিটে ব্যবধান বাড়ান আলবার্তো। তাঁর দ্বিতীয় গোল দলের জয় নিশ্চিত করে।

লিগ টেবলের শীর্ষেই সবুজ-মেরুন

পাঞ্জাব এফসি-কে হারিয়ে ১৩ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এর শীর্ষেই থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। ১২ ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৭ নম্বরে থাকল পাঞ্জাব এফসি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।