সংক্ষিপ্ত

দলের চারজন বিদেশি ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, ক্রেসপো এবং হেক্টর ইতিমধ্যেই তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। 

অ্যাওয়ে ম্যাচে নামার আগে যেন ফের একবার চাপে ইস্টবেঙ্গল। কিন্তু কেন?

কারণ, প্রতিদিনই অনুশীলনে অনুপস্থিত থাকছেন কোনও না কোনও ফুটবলার। ঠিক যেইরকম বৃহস্পতিবার, প্র্যাকটিসেই আসেননি হেক্টর ইউস্তে। এমনিতে এই স্প্যানিশ ডিফেন্ডার চোট কাটিয়ে দলে ফিরেছেন। তাও সেটা প্রায় চার সপ্তাহ পরে।

কিন্তু এদিন ফের তিনি অনুশীলনে না আসায় জল্পনা শুরু হয়ে গেছে তাঁর চোট নিয়ে। এদিকে লাল হলুদ কোচ অস্কার ব্রুজো অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে, হেক্টরকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে বিশ্রামে দেওয়া হয়েছিল দলের আরেক নির্ভরযোগ্য ফুটবলার সল ক্রেসপোকেও। কিন্তু বৃহস্পতিবার, দলের অন্যদের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন তিনি। তবে অনুশীলনে দেখা গেল, কোচ অস্কার অনেক বেশি সেট-পিস এবং আক্রমণ ওঠার পাঠ দিচ্ছেন ফুটবলারদের।

পাশাপাশি চেন্নাইয়ানের বিরুদ্ধে ম্যাচে অবশ্য নেই লালচুংনুঙ্গা। কারণ, শেষ ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। তাই তাঁর বদলে দলে আসবেন প্রভাত লাকড়া। শনিবার বিকেল ৫টায় চেন্নাইয়ান এফসি-র বিরুদ্ধে মাঠে নামার আগে আরও একটি বিষয়ে নিয়ে ভাবতে হচ্ছে ইস্টবেঙ্গলকে।

দলের চারজন বিদেশি ক্লেইটন সিলভা, হিজাজি মাহের, ক্রেসপো এবং হেক্টর ইতিমধ্যেই তিনটি করে হলুদ কার্ড দেখে ফেলেছেন। তাই চেন্নাইয়ান ম্যাচে আর একটি কার্ড এদের মধ্যে কেউ দেখলেই ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ম্যাচে পাওয়া যাবে না তাদের।

তাছাড়া লিগের লড়াইতে ফিরে আসাই জরুরি। এখনও পর্যন্ত লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে ইস্টবেঙ্গল। তবে অস্কার ব্রুজোর কোচিং-এ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল, তারপর বহু সমর্থকই আশা করতে শুরু করেছেন ভালো কিছুই। বাকিটা উত্তর দেবে সময়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।