ISL: কলিঙ্গতেও ধরাশায়ী ইস্টবেঙ্গল! ওড়িশা এফসির বিরুদ্ধে ২-১ গোলে পরাজিত লাল হলুদ
- FB
- TW
- Linkdin
চলতি আইএসএল (ISL) প্রতিযোগিতায় ব্যাক টু ব্যাক হার
এবার ওড়িশার বিরুদ্ধে পরাজিত লাল হলুদ ব্রিগেড।
এই নিয়ে টানা পাঁচ ম্যাচে হার
ওড়িশার বিরুদ্ধে মূলত, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ ছিল দলের নতুন কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) সামনে।
বড় ম্যাচে পরাজয়ের পর এবার ওড়িশা
সের্জিও লোবেরোর ছেলেদের বিরুদ্ধেও জয় পেল না লাল হলুদ ব্রিগেড।
ম্যাচের প্রথম গোল আসে ২২ মিনিটে
ইস্টবেঙ্গলের জালে বল জড়িয়ে দেন রয় কৃষ্ণা (Roy Krishna)। ইশাকের থেকে বল পেয়েই ডান পায়ের জোরালো শটে গোল করে যান এই তারকা স্ট্রাইকার।
তবে ম্যাচে ফেরত আসে লাল হলুদও
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ওড়িশা এফসির থইবা সিং বক্সের ভিতর হ্যান্ডবল করার ফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান দিমিত্রিয়স দিয়ামান্তাকোস (Dimitrios Diamantakos)।
ফার্স্ট হাফে আর কোনও গোল হয়নি
প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই।
কিন্তু দ্বিতীয়ার্ধে কার্যত, মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইস্টবেঙ্গল
লাল হলুদ আরও কোণঠাসা হয়ে পড়ে।
লাগাতার আক্রমণ তুলে আনে ওড়িশা এফসি
আর এরপরেই আসে ম্যাচের দ্বিতীয় গোলটি।
খেলার ৬৯ মিনিটে, লাল-হলুদের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন মৌরতোদা ফল
আহমেদ জহৌয়ের ফ্রি-কিক থেকে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে যান তিনি।
ফলে, ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট ঘরে তুলল ওড়িশা এফসি
উল্টোদিকে, লোবেরার ছেলেদের কাছে হেরে বেজায় চাপে ইস্টবেঙ্গল।