সংক্ষিপ্ত

ডার্বির আগে বেজায় চাপে ইস্টবেঙ্গল (East Bengal)।

সেইমতো বুধবার বিকেলে দলের সঙ্গে যুবভারতীতে অনুশীলনে নেমে পড়লেন তিনি। অবশ্য শুরুর দিকে সতীর্থদের সঙ্গে ফিটনেস ট্রেনিং করার পর বাকি সময়টা সাইড লাইনেই থাকেন ক্রেসপো।

কারণ, কোচ অস্কার আগেই বলে দিয়েছেন, স্প্যানিশ মিডফিল্ডারের ম্যাচ ফিট হয়ে উঠতে আরও এক মাস লাগতে পারে। কিন্তু আনোয়ার আলী কি ডার্বি (Kolkata Derby) খেলবেন?

শনিবার, গুয়াহাটিতে আইএসএল-এর ফিরতি ডার্বিতে মোহনবাগানের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। অতএব, এই মুহূর্তে দুই শিবিরই রয়েছে ডার্বির আবহে। আর তারই মাঝে চর্চার কেন্দ্রবিন্দুতে আনোয়ার আলী (Anwar Ali) এবং তাঁর ফিটনেস।

সোমবার, ঘরের মাঠে মুম্বই সিটি এফসি ম্যাচের একেবারে শেষদিকে চোট পেয়ে মাঠ থেকে উঠে যান জাতীয় দলের এই তারকা ডিফেন্ডার। পরে আবার দেখা যায়, হুইলচেয়ারে করে পৃথক গাড়িতে স্টেডিয়াম ছাড়ছেন আনোয়ার। তিনি গাড়িতেও ওঠেন অন্যদের কাঁধে ভর দিয়েই। সেই সময় অস্কার জানান, “চোট কতটা তা এখনও স্পষ্ট নয়।”

তবে তিনি আশা করছেন, দু-একদিন বিশ্রাম নিলেই আনোয়ার ঠিক হয়ে যাবেন।

মুম্বই ম্যাচের পর, এদিনই ফের একবার অনুশীলনে নামল ইস্টবেঙ্গল। তবে এদিন অনুশীলনে নামেননি আনোয়ার। গাড়ি থেকে নেমে ট্রেনিং গ্রাউন্ডে ঢোকার সময় দেখা যায় যে, স্বাভাবিকভাবে হাঁটতেও পারছেন না তিনি। তার কিছুক্ষণ পরই, যুবভারতী ছেড়ে চলে যান আনোয়ার আলী।

যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে দাবি করা হচ্ছে, শনিবারের ডার্বির আগে তিনি পুরোপুরিভাবেই ফিট হয়ে যাবেন। কিন্তু একান্তই যদি আনোয়ার না খেলতে পারেন, সেক্ষেত্রে দল সাজানোর ক্ষেত্রে জটিল সমস্যায় পড়বে ইস্টবেঙ্গল। কারণ, যার বদলি হিসাবে মুম্বই ম্যাচে তিনি মাঝমাঠে খেলতে নেমেছিলেন, সেই সৌভিক চক্রবর্তীও অবশ্য দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি।

অতএব, এখন লাল হলুদ জনতার মনে একটাই প্রশ্ন, আনোয়ার কি মাঠে নামবেন? তাই কলকাতা ডার্বির আগে নয়া চিন্তা ইস্টবেঙ্গলের অন্দরে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।