Mohun Bagan: মাঠে নামার মাত্র ৫ দিন আগে বেজায় চাপে মোহনবাগান! হটাৎ কী হল?
- FB
- TW
- Linkdin
নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে ম্যাচ মোহনবাগানের
প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফসি।
আর সেই ম্যাচের ঠিক ৫ দিন আগে চাপ বাড়ল সবুজ মেরুনের
বেঙ্গালুরু এফসির জয়ের ফলে, তাদের চিন্তা বাড়ল অনেকটাই।
শনিবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসির
সেই ম্যাচে ৪-২ গোলে জয় পায় বেঙ্গালুরু।
কিন্তু তার সঙ্গে মোহনবাগানের কী সম্পর্ক?
আছে, জোরালো সম্পর্ক।
২০২৫ সালে মোহনবাগানের প্রথম প্রতিপক্ষ হায়দ্রাবাদ
তাই সেই ম্যাচে নামার আগেই এই ক্যালকুলেশন জরুরি।
শেষ ম্যাচে জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট দাঁড়াল ২৭
১৩ ম্যাচে ২৭ পয়েন্ট, তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। শীর্ষে থাকা মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু।
মোহনবাগানের পয়েন্ট কত?
১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে সবার উপরে মোহনবাগান। অর্থাৎ, সমান সংখ্যক ম্যাচ খেলে সবুজ মেরুনের থেকে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে আছে বেঙ্গালুরু।
তাই আগামী ২ জানুয়ারি,
হায়দ্রাবাদের বিরুদ্ধে মোহনবাগান পয়েন্ট নষ্ট করলেই বেঙ্গালুরুর সুযোগ থাকবে তাদের ছুঁয়ে ফেলার।
অতএব পয়েন্ট নষ্ট করা একদমই চলবে না
সেই কারণেই, নতুন বছরের শুরুতে নিজেদের ঘরের মাঠে নামার আগে কিছুটা হলেও চাপে থাকবে সবুজ মেরুন ব্রিগেড।
এমনিতে একটু হলেও টাল কেটেছে দলের
যদিও এখনও লিগ শীর্ষে রয়েছে মোহনবাগান।
কার্যত, রাজার মতোই ফিরে এসেছে তারা
দুরন্ত লড়াই করছে গোটা দল।
আত্মবিশ্বাসও তুঙ্গে
কিছু চোট সমস্যা রয়েছে।
তবে এই বিষয়গুলি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ কোচ জোসে মোলিনা
তাঁর ফোকাস ম্যাচ বাই ম্যাচ।
কিন্তু প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলা বেঙ্গালুরুর দিকে আরও এগোতে চাইবে বাগান
তাই হায়দ্রাবাদ ম্যাচে জয় চাই।
নাহলে সবুজ মেরুনকে ছুঁয়ে ফেলতে পারে বেঙ্গালুরু
স্বাভাবিকভাবেই, মাঠে নামার আগেই কিছুটা চাপে মোহনবাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।