সংক্ষিপ্ত

সবুজ মেরুনের যেন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। 

তবে খেলার আটচল্লিশ ঘন্টা আগেই গোয়ায় পা রেখেছে গোটা মোহনবাগান দল। লক্ষ্য একটাই, আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চাইছেন জেমি ম্যাকলারেনরা। আট ম্যাচ অপরাজিত থেকে মোহনবাগান আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে। কিন্তু গোয়া যেন কার্যত ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

এই মুহূর্তে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে এফসি গোয়া। আপাতত ৬ পয়েন্টের ব্যবধান রয়েছে দুই দলের মধ্যে। যদিও হোম হোক কী অ্যাওয়ে, কোচ জোসে মোলিনা সব ম্যাচেই জয়ের জন্য ঝাঁপাতে চাইছেন। শেষ ম্যাচে দল যেভাবে জয় ছিনিয়ে এনেছে, তাতে মোহনবাগানের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার গ্রেগ স্টেওয়ার্ট রিহ্যাবে রয়েছেন। শুক্রবার তিনি প্রথম একাদশে না থাকলেও জয় নিয়ে সমস্যা হবে না বলেই মনে করছেন সবুজ মেরুন হেডস্যার জোসে মোলিনা। তাঁর কথায়, “আমাদের মানসিকতা একদম স্পষ্ট। প্রতিদিন জয়ের জন্যই আমরা লড়াই করছি। এটাই মোহনবাগান দলের মানসিকতা। শুধুমাত্র আক্রমণভাগই নয়, রক্ষণও শক্তিশালী করতে হবে আমাদের। ম্যাচের শেষ পর্যন্ত হার না মানা মানসিকতা রয়েছে দলের ছেলেদের। তাই আমারা জয় ছাড়া আর অন্য কিছুই ভাবছি না।”

নর্থ ইস্ট ম্যাচে রক্ষণে ছিলেন না আলবার্তো এবং শুভাশিসের মতো অভিজ্ঞ ফুটবলাররা। তবে এই ম্যাচে তারা ফিরে আসবেন। কিন্তু সেই ম্যাচেও আলাদিন আজেরাইয়ের মতো ভয়ঙ্কর স্ট্রাইকারকে রীতিমতো আটকে দিয়ে ক্লিনশিট রেখেই জয় তুলে নেয় মোহনবাগান। তারপর আবার কেরালা ম্যাচে খেলেননি গ্রেগ। কিন্তু সেই ম্যাচেও জয় পেতে অসুবিধা হয়নি তাদের। আর এবার সামনে গোয়া।

তবে গোয়ার হয়ে সাদিকু এই মুহূর্তে ৮ গোল করে ফেলেছেন। তাই মোহনবাগান রক্ষণ তাঁকে কীভাবে সামলায় সেটাই এখন দেখার বিষয়। তবে মোলিনার কথায়, “গোয়া সত্যিই ভালো দল। ওদের মাঠে নিঃসন্দেহে একটি কঠিন ম্যাচ হবে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।